Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবাজবল আসলে কী? যা নিয়ে উত্তাল অ্যাশেজ       

বাজবল আসলে কী? যা নিয়ে উত্তাল অ্যাশেজ       

অলস্পোর্ট ডেস্কঃ অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের থেকেও বেশি আলোচনার কেন্দ্রে উঠে আসছে বাজবল । একটু বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েই কি ডুবতে হল ইংল্যান্ডকে? ক্রিকেটাররা মনে করছেন, যা করেছেন বেশ করেছেন। আগামী দিনেও করবেন। আর যদি সেটা করতে গিয়ে হারতেও হয়, তাহলেও কিছু করার নেই।

ইংল্যান্ডের কোচ হিসাবে ব্রেন্ডন ম্যাকালাম ও অধিনায়ক হিসাবে বেন স্টোকস দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গিয়েছে তাদের ক্রিকেটের ধরন। টেস্টের সংজ্ঞাটাই বদলে দিতে চাইছেন তাঁরা। যা বাজবল নামে বিখ্যাত হয়ে গেছে। যেখানে খেলার একটাই মন্ত্র, আক্রমণ। ব্যাট করতে নামুক বা বল, শুরু থেকে আক্রমণের পথে যাচ্ছে ইংল্যান্ড। তার ফলও মিলেছে। নতুন জমানায় ১৪টি টেস্টের মধ্যে ১১টি জিতেছেন স্টোকসরা। এই ১৪টি টেস্টের ২৮টি ইনিংসে মাত্র এক বারই প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি ইংল্যান্ডের বোলাররা। সেটি বার্মিংহ্যামে মঙ্গলবারের ইনিংস। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২ উইকেট থাকতে ম্যাচ জিতে গিয়েছে। যদি স্টুয়ার্ট ব্রডের বলে নাথান লায়নের ক্যাচ স্টোকস না ফস্কাতেন তা হলে সেই রেকর্ড বোধ হয় ভাঙত না।  

টেস্ট বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলে চার মেরে নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন জ্যাক ক্রলি। টেস্ট যত গড়িয়েছে সেটা তত বেড়েছে। প্রথম দিন ৮ উইকেটে ৩৯৩ রানের মাথায় ডিক্লেয়ার দিয়েছিল ইংল্যান্ড। রুট তখন ১১৮ ও রবিনসন ১৭ রানে ব্যাট করছিলেন। কোনও অধিনায়ক কি এমনটা ভাবতে পারেন! কারণ, প্রথম ইনিংসে যতটা বেশি সম্ভব রান করতে চায় সব দল। কিন্তু স্টোকস চেয়েছিলেন, সারা দিনের ফিল্ডিংয়ের ধকলের পরে শেষ বেলায় কয়েকটা ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলতে। ডিক্লেয়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কিন্তু স্টোকস মনে করছেন তিনি ঠিক। ইংরেজ অধিনায়ক বলেছেন, ‘‘আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চেয়েছিলাম। সেই কারণেই ডিক্লেয়ার করেছিলাম।’’ অধিনায়কের পাশে দলের প্রাক্তন অধিনায়ক জো রুট। তাঁর কথায়, ‘‘একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে স্টোকস। ওর উপর আমাদের ভরসা আছে। ফলাফল যা-ই হোক, খেলার ধরন বদলাব না। আমরা এ ভাবেই খেলব।’’

ধ্রুপদী ক্রিকেটার হিসাবে পরিচিত রুটের খেলার ধরনেও বদল এসেছে। নইলে দ্বিতীয় ইনিংসে ২৮ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পরে দিনের প্রথম বলে কেউ রিভার্স স্কুপ মারতে যান! চতুর্থ দিন সকালে সেই দৃশ্যই দেখেছে বার্মিংহ্যাম। রুট নাকি সাজঘরেই বলে এসেছিলেন প্রথম বলে রিভার্স স্কুপ মারবেন। ব্রড, অ্যান্ডারসনেরা প্রথমে ভেবেছিলেন মজা করছেন রুট। কিন্তু তিনি যখন সত্যিই সেটা করলেন তখন সাজঘরে আনন্দের পরিবেশ। আরও এক বার বাজবল। দিনের শুরুতেই প্রতিপক্ষকে স্পষ্ট করে বলে দেওয়া যে তাঁরা কী করতে চলেছেন। সেই ইনিংসে ৪৬ রান করে ক্রিজ ছেড়ে বেরিয়ে স্টাম্প আউট হয়েছেন রুট। টেস্ট কেরিয়ারে প্রথম বার। শুধু রুট কেন, ১১ নম্বরে ব্যাট করতে নামা অ্যান্ডারসনও তো প্রথম বলে রিভার্স স্কুপ মেরেছেন। তিনিও নাকি রুটকে দেখে শিখেছেন। তাই তাঁর মতো খেলার চেষ্টা করেছেন। এই আক্রমণাত্মক ক্রিকেট টেস্টে কি দেখা গিয়েছে এর আগে? যেখানে হারের কথা মাথায় না রেখে শুধুই ম্যাচ জেতার জন্য আক্রমণাত্মক খেলেন ক্রিকেটারেরা। বিনোদন দেওয়ার চেষ্টা করেন দর্শকদের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments