অলস্পোর্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। মালিক মানেই একটা অন্য ভাবমূর্তি। এই আইপিএল-এই তেমন দৃশ্য দেখা গিয়েছে। মালিক মানে যা খুশি বলা যায়, করা যায় কারণ তিনি টাকা ঢালছেন। এই আইপিএল আবার অন্যরকম নিদর্শনও রেখেছে। একদিকে যদি থাকেন লখনউ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তাহলে ঠিক উল্টোদিকে থাকবেন শাহরুখ খান। আইপিএল ২০২৪-এ তাঁর সামনেই হারের মুখ দেখেছে কেকেআর। পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর মাঠে নামতে দেখা যায়নি শাহরুখকে। কিন্তু তিনি দীর্ঘ সময় কাটান দলের সঙ্গে ড্রেসিংরুমে। মধ্যরাতে দলের পর তিনি মাঠ ছাড়েন। সেই সময়ও প্লেয়ারদের মুখে শোনা গিয়েছিল ভেঙে পড়া দলকে কীভাবে চাঙ্গা করেছিলেন তিনি। ‘মালিক হো তো অ্যায়সা’। যে কারণেই দলটা ঘোড়ার মতো দৌঁড়চ্ছে।
তিনি ভাল মালিক বলেই, এই মরসুমে ফিরিয়ে এনেছেন গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে। তিনি জানেন, কলকাতা দলের লাকি চার্ম গম্ভীর। তাঁর অধিনায়কত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আর তাঁর সিদ্ধান্ত যে ঠিক ছিল সেটা সেটা চলতি আইপিএল-এর শুরু থেকেই প্রমান দিচ্ছে দল। গত কয়েক বছর ভাল যায়নি শাহরুখের দলের। কিন্তু ঘুরে দাঁড়িয়ে সোজা ট্রফির দাবিদার হিসেবে উঠে এসেছে কেকেআর। এবার শুধু একটা ম্যাচের সময়। তার পরই হয়তো কলকাতায় তৃতীয়বারের জন্য আসবে আইপিএল ট্রফি।
দলের মালিক শাহরুখ খানে মুগ্ধ ক্রিকেটাররা। যেভাবে তিনি দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলেন, মেশেন তাতে যে তিনি শুধু মালিক এমনটা নয়, তিনি আসলে বড় ভাইয়ের মতো। বলছেন প্লেয়াররা। অতীতে গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, তাঁর হাতে দায়িত্ব দিয়ে শাহরুখ বলেছিলেন, তিনি ক্রিকেট বোঝেন না সেটা গম্ভীরের দায়িত্ব, সেখানে নাক গলাবেন না তিনি। বাকি বিষয় নিয়ে যে কোনও সময় তাঁর সঙ্গে কথা বলা যেতে পারে। চোট সারিয়ে ফিরে একইভাবে ম্যানেজমেন্টের পাশে থাকার কথা জানিয়েছিলেন নীতিশ রানা। এমন মালিকের জন্যই তো উজার করে দেওয়া যায়। এই নাইট দল সেটাই প্রমান করছে। শুনুন কী বলছেন প্লেয়াররা—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার