অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪ ফাইনাল ছিল ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ। এক কথায় অসাধারণ বিদায়, বিশ্বকাপ ট্রফি জিতিয়েই কোচের পদ ছাড়লেন তিনি। টি২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় তাঁর ভারতীয় দল। ম্যাচের পরে, দ্রাবিড়কে অন্য মুডেই পাওয়া গেল। যাঁকে তাঁর খেলোয়াড় জীবনেও খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি কখনও তবে এই ট্রফি তাঁকে তাঁর সেই চেনা চরিত্র থেকে বের করে এনেছিল। পাশাপাশি তিনি ছিলেন বেশ মজার মুডেই। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথোপকথনে তাঁর বেকারত্ব নিয়েও কথা বলেছেন তিনি।
পরের সপ্তাহ থেকে বেকার হয়ে যাওয়ার বিষয়েও রসিকতা করেন তিনি। দ্রাবিড়ের মেয়াদ প্রতিযোগিতার সঙ্গেই শেষ হয়েছে এবং তিনি আগেই স্পষ্ট করেছিলেন যে তিনি তাঁর চুক্তির মেয়াদ বাড়াবেন না। সাংবাদিকদের তাঁর বেকারত্বের প্রশ্নের জবাবে তিনি মজা করে বলেন, ‘‘হ্যাঁ, এটা ঠিক আমি এখন বেকার। তবে আমার জীবন একই রকম থাকবে শুধু কাজ থাকবে না। এটাই যা পার্থক্য।’’
এর পরই তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘কারও কাছে কোনও কাজের অফার আছে?’’ যা শুনে হাসিতে ফেটে পড়েন সাংবাদিকরা।
শুনুন কী বলছেন দ্রাবিড়—
পরবর্তী ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের সন্ধান শুরু হয়েছে অনেকদিন ধরেই। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর সেই তালিকায় এগিয়ে রয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি, মিডিয়া রিপোর্ট অনুসারে দ্রাবিড়ের প্রস্থানের পরে তিনিই সম্ভবত জাতীয় দলের দায়িত্ব নেবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার