Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলআইপিএল ২০২৪-এ কাঁরা তারকা হয়ে ওঠার দিকে ইঙ্গিত দিচ্ছেন

আইপিএল ২০২৪-এ কাঁরা তারকা হয়ে ওঠার দিকে ইঙ্গিত দিচ্ছেন

মাহিকা ভট্টাচার্য: আইপিএল ২০২৪-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে অনেকদিনই হল। সব শিবিরেই তাদের প্রস্তুতি পর্ব তুঙ্গে। অনেক ভাবনা-চিন্তা করেই দল গড়েছে সব ফ্র্যাঞ্চাইজি। প্রত্যেকেই দলের ভাল খেলা নিয়ে আশাবাদী। ক্রিকেটপ্রেমীদের আছে উত্তেজনা তার সঙ্গে তাঁদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে রয়েছে প্রচুর প্রত্য়াশা। আইপিএল-এর আগে অনেকেরই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সেরাটা দিয়েছেন। অনেকেরই হয়েছে অভিষেক। এ বার, দেখার পালা এই মরসুমে কাঁরা সকলের নজর কেড়ে নিতে পারেন। কাঁদের জার্সিতে খোদাই হয় তারকার তকমা।

ধ্রুব জুড়েল— প্রথমেই আসে ধ্রুব জুড়েল। এই ক’দিনে এই নামটি খুবই জনপ্রিয় হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করে শিরোনামে উঠে এসেছিলেন ধ্রুব। দু’বছর আগে রাজস্থান রয়্য়ালস কিনেছিল তাঁকে। সেই থেকেই রাজস্থানের হয়ে পারফর্ম্যান্স রাতারাতি চর্চায় এনে দেয় ধ্রুবকে। ২২ বছরের ধ্রুব প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৫টি। রয়েছে ৭৯০ রান। রয়েছে একটি সেঞ্চুরিও। মিডল অর্ডারে উত্তরপ্রদেশ দলের বড় ভরসা তরুণ এই উইকেটরক্ষক। ভারতীয় এ দলেও খেলেছেন তিনি। গত বারের আইপিএলে নজর কেড়েছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার ফিনিশার হিসাবে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৭২.৭৩ স্ট্রাইক রেটে আইপিএলে ১৫২ রান করেন ধ্রুব।

বেশ কিছু বছর ধরেই নির্বাচকদের নজরে ছিলেন। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা ধ্রুব শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন জাতীয় সিনিয়র দলে। ক্রিকেটজীবনের দ্বিতীয় টেস্টেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে নতুন নজির তৈরি করেন। এত কম টেস্ট খেলে এর আগে ভারতের কোনও উইকেটরক্ষক-ব্যাটার ম্যাচের সেরা হতে পারেননি। রাজস্থানের তুরুপের তাস তিনি। এ বারের আইপিএলে ধ্রুবকে নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে।

যশস্বী জয়সওয়াল— ২০২০ থেকে আইপিএল খেলছেন যশস্বী জয়সওয়াল। এই তরুণ ক্রিকেটারকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্য়ালস। ৪ বছরে তিনি ৩৭টি ম্যাচ খেলেন। মোট রান ১১৭২। আছে একটি শতরান এবং আটটি অর্ধশত রান। তাঁর সর্বোচ্চ ১২৪। গড় ৩২.৫৬ এবং স্ট্রাইক রেট ১৪৮.৭৩। এ বছর, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ়ে ৭১২ রান করে সকলের নজর কাড়েন তিনি। দু’টি ম্যাচে দ্বিশতরান করেন যশস্বী। পাঁচটি টেস্টেই অর্ধশতরান বা তার বেশি রান করার কৃতিত্বও রয়েছে তাঁর। ভারতের হয়ে এক সিরিজ় সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ডও তাঁর দখলে। আগের বছরেও যশস্বী সকলের নজর কেড়েছিলেন। এই মরসুমেও তাঁকে নিয়ে আশাবাদী রাজস্থান।

শুভমান গিল— গত বছর আইপিএলে সকলের নজর কেড়েছিলেন ২৪ বছর বয়সী শুভমান গিল। ৮৯০ রান করে (যেটি ২০২৩ সালের আইপিএলের সর্বোচ্চ রান) তিনি কমলা টুপিও পেয়েছিলেন। ওই মরসুমে তিনটি শতরান করেন তিনি। ২০১৮ থেকে আইপিএল সফর শুরু হয়েছে তাঁর। চার বছর তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। ২০২২ সাল থেকে তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। এ বছর থেকে আরও এক নতুন দায়িত্ব সামলাতে হবে তাঁকে।

গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক পাণ্ড্যে। আইপিএল জয়ী অধিনায়ক দল ছাড়ার পরে নতুন অধিনায়ক হয়েছেন শুভমান। চার বছরে তিনি ৯১টি ম্যাচ খেলে ২৭৯০ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১২৯। গড় ৩৭.৭০ এবং স্ট্রাইক রেট ১৩৪.০৭। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে একটি আইপিএলের মরসুমে ৭০০-র বেশি রান করার কৃতিত্বও গড়েছেন তিনি। এ বার দেখার পালা এই মরসুমে নতুন অধিনায়ক পুরনো ছন্দে সকলের নজর কাড়তে পারেন কী না?

ঋষভ পন্থ— প্রায় এক বছর তিন মাস পর আবার মাঠে ফিরছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘট‌না তাঁকে ক্রিকেটের মূলস্রোত থেকে ছিটকে দিয়েছিল। সেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। শুরুতে এই প্রশ্নটাই সবার মধ্যে জেগেছিল, আবার খেলতে পারবেন তো তিনি? ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। সেই সময় এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে তাঁর পা কেটে বাদ দেওয়া হতে পারে। কিন্তু সৌভাগ্যক্রমে তেমন কিছু হয়‌নি। তাঁর সুস্থ হয়ে ওঠার অদম্য ইচ্ছে আর লড়াই তাঁকে আবার মাঠে ফিরতে সাহায্য করেছে।

এক বছর পরে আবার আইপিএল খেলবেন পন্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর দিকে নজর থাকবে সকলের। ২০১৬ থেকে আইপিএল খেলছেন পন্থ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ ‌বলে ১২৮ রানে অপরাজিত থেকে নজর কেড়েছিলেন দিল্লি ক্য়াপিটালসের এই তারকা। তিনি আট বছরে ৯৮টি ম্য়াচ খেলে ২৮৩৮ রান করেন। তাঁর সর্বোচ্চ ১২৮ নট আউট। গড় ৩৪.৬১ এবং স্ট্রাইক রেট ১৪৭.৯৭। একটি শতরান এবং ১৫টি অর্ধশত রান রয়েছে। এ বছর আবার নতুন রূপে ফিরছেন পন্থ। দিল্লির অধিনায়কও তিনি।

রিঙ্কু সিংহ— ২০১৭ থেকে আইপিএলে তাঁর পথ চলার শুরু। পঞ্জাব কিংস রিঙ্কু সিংহের প্রথম দল। ২০১৮ থেকে তিনি কলকাতা নাইট রাইডার্সের সেনাপতি। ২০২২ আইপিএলে কয়েকটি ম্যাচে রিঙ্কু ভাল খেলেছিলেন কিন্তু ছিলেন নজরের আড়ালেই। সব বদলে দিল আইপিএল ২০২৩। একের পর এক ম্যাচে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখেছে ক্রিকেটপ্রেমীরা। এমনকি কেকেআর ফ্যান নয় এমন ভক্তরাও সেই সময় রিঙ্কু ফ্যান হয়ে গিয়েছিলেন। তাঁর ব্য়াটিং দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

আইপিএল ২০২৩-এ কেকেআরের দিকে তাকালে দেখা যাবে, অন্যতম প্রাপ্তির নাম রিঙ্কু। শেষ ম্যাচ পর্যন্ত যিনি নিজের জাত চিনিয়েছেন মাথা উঁচু করে। সে বার ১৪টি ম্যাচে খেলেছেন রিঙ্কু। তাঁর মোট রান ৪৭৪। আইপিএলের ইতিহাসে পঞ্চম স্থানে কিংবা তার পরে ব্যাট করতে নামা যে কোনও খেলোয়াড়ের ক্ষেত্রে এই রানই এখনও সর্বোচ্চ। উত্তরপ্রদেশের আলিগড়ের দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কু ২০২৩-এ ৫৫ লক্ষ টাকায় কেকেআর-এ সই করেন। তাঁর আইপিএল কেরিয়ারের ছ’ বছরে তিনি ৭২৫ রান করেন। সর্বোচ্চ ৬৭ নট আউট। গড় ৩৬.২৫ এবং স্ট্রাইক রেট ১৪২.১৬। মোট হাফ সেঞ্চুরি রান চারটি। এই মরসুমে নজরে রিংঙ্কুও থাকবে।

কুলদীপ যাদব— আইপিএলে আট বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। তবে, গত কয়েক বছর ধরে দলে নিয়মিত ছিলেন না বলে ক্ষোভ ছিল কুলদীপ যাদবের। ২০২২-এ আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস কিনেছিল এই রিস্ট স্পিনারকে। এ বছরও তাদের হয়েই খেলবেন তিনি। আইপিএলে সব মিলিয়ে তিনি মোট ৭৩টি ম্যাচ খেলেন। ১৪৮৮ বল করেন। ২০১৬ রান দেন। ৭১টি উইকেট পান। ইকোনমি রেট ৮.১৩।

সদ্য় শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ভাল ছন্দে ছিলেন কুলদীপ যাদব। ভারতের হয়ে তিনি মোট ১৯টি উইকেট পান। এ বার দেখার পালা তিনি এই একই ছন্দে আইপিএল খেলতে পারেন কি না।

যুজবেন্দ্র চাহাল— আসন্ন আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে তাঁর জায়গা হবে কি না তা এখনও পরিষ্কার নয়। সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় দলের হয়ে অনেকদিন কেলার সুযোগ পাননি। ক্ষোভ রয়েছে, বেশ কয়েকবার তা প্রকাশও করেছেন। তাই নিজেকে প্রমান করতে মুখিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। এমনিতেই বিসিসিআইয়ের ফ্র্যাঞ্চাইজি লিগে চহালের পারফর্মেন্স মনে রাখার মতো। আর টি২০ বিশ্বকাপের আগে বিসিসিআউ নির্বাচকদের বার্তা দিতে এই মঞ্চই তাঁর জন্য শেষ ভরসা।

২০১৩ থেকে আইপিএল-এ তাঁর মোট উইকেট সংখ্যা ১৮৭। এমন কি, এখনও পর্যন্ত আইপিএলে তিনিই সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। খেলেছেন ১৪৫টি ম্যাচ। ইকোনমি রেট ৭.৬৭। ২০২২ সালে সব থেকে বেশি উইকেট পেয়ে (২৭) বেগুনি টুপিও পান চাহাল। এ বছরও তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতেই নিজের সেরাটা দেবেন।

শুধু ভারতীয় নন, যে সব দেশ টি২০ বিশ্বকাপ খেলবে তাদের নতুন প্রজন্মের কাছেও আইপিএল-এর এই মঞ্চ প্রমানের। তাই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাপবে তা নিয়ে কোনও সংশয় নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments