অলস্পোর্ট ডেস্ক: ইতালি মানেই ফুটবল। সে দেশ যে ক্রিকেট খেলে তা কে জানত। তবে আইপিএল-এর দৌলতে এবার বিশ্ব ক্রিকেটেও ছড়িয়ে পড়বে ইতালির নাম। ইতালি থেকে একমাত্র ক্রিকেটার থমাস জ্যাক দ্রাকাকে এবার দেখা যাবে নিলামের মঞ্চে। কোন ফ্র্যাঞ্চাইজি ইতালির ক্রিকেটারকে দলে নেবে সেটার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে আইপিএল নিলামে নাম লিখিয়েই আলোচনায় চলে এসেছেন দ্রাকা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসতে চলেছে আইপিএল ২০২৫ নিলামের আসর। সেখানেই তাঁর জন্য বিড করবে দলগুলো।
২৪ বছর বয়সী ডানহাতি এই মিডিয়াম পেসার ইতিমধ্যেই খেলেছেন বেশ কিছু টি২০ ম্যাচ। এই বছরই তাঁর অভিষেক হয়েছে। যেখানে চার ম্যাচে আট উইকেট লেখা হয়ে গিয়েছে তাঁর নামে। তাঁর উপর আইপিএল-এর মতো টান টান উত্তেজনার টুর্নামেন্টে কোন কোন ফ্র্যাঞ্চাইজি বাজি ধরতে চলেছে সেদিকে নজর থাকবে।
তবে বিশ্ব টি২০-তে ইতিমধ্যেই পরিচিতি বানিয়েছেন দ্রাকা। কানাডা থেকে সংযুক্ত আরব আমিরশাহীর টি২০ লিগে তিনি পরিচিত নাম। গ্লোবাল টি২০ লিগে তিনি ব্রাম্পটন উলভসের হয়ে খেলেছেন যখন আইএলটি২০-তে খেলেছেন এমআই এমিরেটসের হয়ে। সেদিক থেকে দেখতে গেলে এমআই দলের সঙ্গে তাঁর সম্পর্ক ইতিমধ্যেই রয়েছে। দ্রাকার বেস প্রাইজ ২০ লাখ।
24 বছর বয়সী, ড্রাকা সহযোগী দেশগুলির মধ্যে অন্যতম প্রতিশ্রুতিবাণ সিমার এবং এ পর্যন্ত চারটি ম্যাচে ইতালির প্রতিনিধিত্ব করেছেন। এই বছরের শুরুতে লাক্সেমবার্গের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক ইউরোপ কোয়ালিফায়ার গ্রুপ এ-এর একটি ম্যাচে তাঁর টি-টোয়েন্টি অভিষেক হয়। চার ম্যাচে ড্রাকা ৩/৯ রান দিয়ে আট উইকেট নিয়েছিলেন।
এটাই সব নয়। এর পাশাপাশি ড্রাকা বেশ কিছুদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সের র্যাডারে ছিলেন এবং অবশেষে আসন্ন মরসুমের জন্য পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ইন্টারন্যাশনাল লিগ টি২০ (ILT20) ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটসে যোগ দেন।
মোট ১,৫৭৪ জন খেলোয়াড় (১,১৬৫ ভারতীয় এবং ৪০৯ বিদেশি) আইপিএল ২০২৫ প্লেয়ার নিলামের জন্য সাইন আপ করেছেন, যা ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। তালিকায় ৩২০ ক্যাপড প্লেয়ার, ১,২২৪ আনক্যাপড প্লেয়ার এবং অ্যাসোসিয়েট নেশনস থেকে ৩০ জন খেলোয়াড় রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার