Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হতে এত অনীহা কেন, প্রশ্নটা থাকছেই

ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হতে এত অনীহা কেন, প্রশ্নটা থাকছেই

অলস্পোর্ট ডেস্ক: বেশিদিন আগের কথা নয়, ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য মুখিয়ে থাকতেন দেশ-বিদেশের বিখ্যাত সব নাম। তখন কাকে ছেড়ে কাকে বাছবে, সেই সমস্যায় পড়তে হত বোর্ডকে। কিন্তু চিত্রটা যে এভাবে বদলে যাবে তা হয়তো বোর্ড কর্তারাও ভাবতে পারেননি। টি২০ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছাড়তে চলেছে‌ন রাহুল দ্রাবিড়। ২০২৩-এ ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের পরই সরতে চেয়েছিলেন দ্রাবিড়। কিন্তু তাঁকে ধরে রাখা হয় টি২০ বিশ্বকাপ পর্যন্ত। এর পর আর তিনি চালিয়ে যেতে চান না। সেই পরিস্থিতিতে নতুন কোচের সন্ধানে নামতে হয় বিসিসিআই-কে।

যা খবর তা বেশ হতাশাজনক। বিরাট-রোহিতদের কোচ হওয়ার জন্য আবেদন করেননি কেউই। একমাত্র গৌতম গম্ভীর, তাও তাঁকে বোর্ড কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে এবং তাঁর পিছনে রীতিমতো পড়ে থেকেছে। তিনি যে তা সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন তেম‌নও নয়।  তাঁর শর্ত মানার পরই তিনি ভারতীয় দলের কোচ হতে রাজি হয়েছেন। মঙ্গলবারই তাঁর সাক্ষাৎকার হওয়ার কথা। সাক্ষাৎকার নেবে বোর্ডের উপদেষ্টা কমিটি। সেই কমিটিতে রয়েছেন, অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। কোচের পাশাপাশি একজন নির্বাচকেরও একই দিনে সাক্ষাৎকার হওয়ার কথা। কোচের সাক্ষাৎকার একটা সৌজন্য মাত্র। গম্ভীর ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছেন কোচ হিসেবে।

সব মিলে একটা প্রশ্ন তো উঠছেই, কেন ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে অনীহা তৈরি হয়েছে বিশ্ব ক্রিকেটে? এর আগে রিকি পন্টিংয়ের মতো বিশ্ব ক্রিকেটের বিখ্যাত নাম জানিয়েছিলেন, তাঁর কাছে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব গিয়েছিল কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। যদিও পরবর্তী সময়ে বোর্ড সভাপতি জয় শাহ পন্টিংয়ের দাবিকে খণ্ডন করে বলেন, তাদের তরফে কোনও প্রাক্তন অস্ট্রেলীয়ানের কাছে কোনও আবেদন যায়নি। সব মিলে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য যে আবেদনের পাহাড় তৈরি হতো বোর্ডের কাছে, এবার সেটা শূন্য। বরং যখন গম্ভীরকে নিয়ে টানাপড়েন চলছে তখন সোশ্যাল মিডিয়ায়, এই নিয়ে নানারকম জোক তৈরি হয়েছিল।

এটা একটা বড় প্রশ্ন কেন ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার মতো লোভনীয় পদে কেউ আসতে চাইছেন না? এখানে একটা বিষয় খুব স্পষ্ট করে উঠে আসছে। তার মধ্যে অন্যতম, দলের সিনিয়র প্লেয়ারদের অতিরিক্ত ক্ষমতা। যে ক্ষমতা একজন কোচকে অতীতে চলে যেতে বাধ্য করেছিল এবং সেই প্লেয়ারের পছন্দের কোচকে দায়িত্ব দিতে বাধ্য হয়েছিল বোর্ড। এমনটা ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে বার বার দেখা গিয়েছে। সব সময়ই কোচের উপর ছড়ি ঘুরিয়েছেন সিনিয়র প্লেয়াররা।

এছাড়া কোচের কাছের প্লেয়ার হয়ে উঠেছেন কেউ কেউ। তাঁরাই দলের উপর আধিপত্ত দেখিয়েছেন। এম‌নিতে ক্রিকেটে কোচের ভূমিকা তেমন নেই। যদি ফুটবলের সঙ্গে তুলনা করা যায়। সেখানে বোর্ড কর্তা থেকে প্রভাবশালী ক্রিকেটারদের আধিপত্তই বেশি থাকে। ভারতীয় ক্রিকেটে যা অনেকটাই বেশি। বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আর কোনও প্রাক্তন ক্রিকেটার বা ক্রিকেট কোচ যুক্ত হতে চাইছেন না। যে ভারতীয় দলের সঙ্গে খেলে অন্যান্য দলগুলো প্রচারের আলোয় আসতে চায় সেই দলকেই এবার বুড়ো আঙুল দেখাচ্ছেন কোচেরা।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments