Friday, January 17, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলঘূর্ণিঝড় রেমালের প্রভাব কী পড়বে আইপিএল ফাইনালে? কী বলছে আবহাওয়া

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কী পড়বে আইপিএল ফাইনালে? কী বলছে আবহাওয়া

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪-এর ফাইনালের আর বাকি এক দিন। রাত পোহালেই কোমরবাধতে হবে দুই দলকে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের সামনেই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। দুই দলই প্রথম থেকে এই লক্ষ্যের জন্যই লড়াই করেছে। সেভাবে দেখতে গেলেকেকেআর-এর জন্য কিছুটা সহজ ছিল কারণ তারা লিগ পর্যায়ে শীর্ষে থেকে শেষ করেছিল এবং তারা প্রথম কোয়ালিফায়ারে এই হায়দরাবাদকেই হারিয়ে ফাইনালে পৌঁছেছিল। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে দরজা খুলে ফেলে। সামনে আবার কলকাতা।

এই মরসুমে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই দল। প্রথম দু’বার জয়ের তালিকায় নাম লিখিয়েছে  কলকাতাই। সেদিক থেকে দেখতে গেলে অ্যাডভান্টেজ কেকেআর। কিন্তু যে দলের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে এসআরএইচ তাদের কাছেই দু’বার হারতে হয়েছে আগে। এবার তাই বদলার পালা কমলা ব্রিগেডের জন্য।এর মধ্যে মাথা তুলছে ঘূর্ণিঝড় রেমাল। যার প্রভাব অনেকটাই পড়ার কথা পশ্চিমবঙ্গে। একটু হলেও ভারতের বাকি অংশে এর প্রভাব যে পড়বে তা নিয়ে কোনও সংশয় নেই। আর আইপিএল ফাইনালের আগে সেটাই ভাবাচ্ছে দুই দল-সহ আয়োজকদের।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার ফলে একটি প্রবল ঘূর্ণিঝড়ের আগাম পূর্বাভাস রয়েছে।  একটি প্রবল নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে এবং আইএমডি আরও বলেছে যে প্রচণ্ড ঘূর্ণিঝড়টি ২৬ মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পৌঁছবে বলে আগাম সতর্কতা জারি করা হয়েছে। তবে, এখন পর্যন্ত চেন্নাই বা তামিলনাড়ুর অন্যান্য অংশে এই ঝড়ের প্রভাব অতটা পড়ার সম্ভাবনা নেই।

অ্যাকুওয়েদার অনুসারে, বৃষ্টির ১০ শতাংশ সম্ভাবনা-সহ শনিবারের আবহাওয়া মাঝে মাঝে মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে। রবিবার মাত্র এক থেকে চার শতাংশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইপিএল ২০২৪ ফাইনালের জন্য মেঘলা আকাশ অপেক্ষা করছে। সঙ্গে অত্যধিক গরম ও আর্দ্রতা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments