অলস্পোর্ট ডেস্ক: শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টি তো চলছিলই। তার মধ্যে যে একটা ফাইনাল শেষ করা সম্ভব হবে তা নিয়ে হয়তো সংশয় দেখা গিয়েছিল। আর সেই সংশয়ই সত্যি হল। বৃষ্টির কারণে পরবর্তীতে ম্যাচই শুরু করা গেল না। যেটা হেরে যাওয়া দলের জন্য স্বাভাবিকভাবেই হতাশার। লড়াই না করেই হেরে যেতে হল মালদাকে। শেষ হাসি হাসল কলকাতা।
অধিনায়ক মিতা পালের অলরাউন্ড পারফর্মেন্সের সুবাদে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স শনিবার ইডেন গার্ডেনে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে ১৬ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ জিতে ট্রফি নিজেদের কাছেই ধরে রাখল। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার জন্য মিতা (৫১, ২-১২) ম্যাচের সেরার পুরস্কার পান।
ব্যাট করতে নেমে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা টাইগার্স ১৯.৫ ওভারে ১০৪ রান করে। মালদার হয়ে বল হাতে জেনি পারভিন (৩-৭), অরুণ বর্মণ (২-১৭), রিয়া কৃষ্ণ মাহাতো (১-১৬) এবং ঝুমিয়া খাতুন (১-২৩) অসাধারণ বোলিং করেন।
জবাবে, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় মালদা ৫.২ ওভারে ২২/৪ রান করেছিল। আবহাওয়ার কোনও উন্নতির লক্ষণ না দেখা যাওয়ায়, ডিএলএস পদ্ধতিতে কলকাতা টাইগার্সকে ১৬ রানে বিজয়ী ঘোষণা করা হয়। কলকাতার হয়ে বল হাতে প্রতিভা মান্ডি (২-১০) এবং মিতা শুরুটা ভালো করে দিয়েছিলেন।
ছবি ও তথ্য— সিএবি
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





