অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন ভারতকে কিছুটা হলেও ভরসা দিলেন অজিঙ্ক রাহানে। সঙ্গে নিজেকেও ফিরে পেলেন ভারতের জার্সিতে। ফাইনালের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। সামনে ছিল অস্ট্রেলিয়ার তৈরি করা রানের পাহাড়। তবে সেই লক্ষ্যে শুরুটা ছিল খুবই নড়বড়ে। দলের প্রথম চার ব্যাটসম্যানে দাঁড়াতেই পারেননি। সেখান থেকেই শেষবেলায় ব্যাট করতে নেমেছিলেন অজিঙ্ক রাহানে ও শ্রীকর ভারত।দ্বিতীয় দিনের শেষে ভারত থেমেছিল ১৫১-৫-এ। ক্রিজে ছিলেন ২৯ রানে রাহানে ও ৫ রানে শ্রীকর ভারত।
তৃতীয় দিন ভারতের সামনে ছিল পরীক্ষার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রানের ধারে কাছে পৌঁছতে হলে অজিঙ্ক রাহানে ও শ্রীকর ভারতকে বড় রান করতেই হত। কিন্তু দিনের শুরুতেই সেই ৫ রান নিয়েই প্যাভেলিয়নে ফিরে যান উইকেটকিপার-ব্যাটসম্যান। দ্বিতীয় দিন শেষ বেলায় ৪৮ রান করে কিছুটা ভরসা দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা আর তৃতীয় দিন মান রাখলেন অজিঙ্ক রাহানে। ১২৯ বলে ৮৯ রানের ইনিংস খেললেন তিনি। হাঁকালেন ১১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। তাঁকে অনেকটাই সঙ্গ দিলেন শার্দূল ঠাকুর। তার মাঝে ৫ রান করে আউট হয়ে গিয়েছেন উমেশ যাদব।
দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও নাথান লিয়ঁ। এদিন তাতে আরও পাঁচ উইকেট যোগ করলেন কামিন্স (৩), বোলান্ড (২), স্টার্ক (২), গ্রিন (২)। তবে যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রানের ধারে-কাছে পৌঁছনো কঠিন ভারতের পক্ষে। তবে একটা সেঞ্চুরি বদলে দিতে পারে চিত্রটা। অস্ট্রেলিয়ার জোড়া সেঞ্চুরি জবাবে ভারতের অন্তত একটা সেঞ্চুরি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তেমনটা হল না।
৫১ রান করে কিছুটা আশা দিয়ে ফিরলেন শার্দূল ঠাকুর। মহম্মদ শামি যোগ করতে পারলেন মাত্র ১৩ রান। ৬৯.৪ রানে ২৯৬ রানে অল-আউট হয়ে গেল ভারত। প্রথম ইনিংসে ভারত ১৭৩ রানে পিছিয়েই থেমেছিল ভারত।
প্রথম ইনিংসে ১৭৩ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি অজিদের। দুই ওপেনার উসমান খোয়াজা ১৩ ও ডেভিড ওয়ার্নার ১ রান করে আউট হয়ে যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুই ইনিংসেই ব্যর্থ ওয়ার্নার। তিন নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন মার্নাস লাবুশাগনে। কিন্তু তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত তেমন সাহায্য পাননি তিনি। চার ও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা স্টিভেন স্মিথ ৩৪ ও ত্রাভিস হেড ১৮ রান করে আউট হয়ে যান। ৪১ রানে ব্যাট করা লাবুশাগনের সঙ্গে এই মুহূর্তে ৭ রান করে ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন।
দিনের শেষে অস্ট্রেলিয়া ৪৪ ওভারে ১২৩-৪। ভারতের হয়ে জোড়া উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। তৃতীয় দিনের শেষে ভারতের থেকে ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার