অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এ তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থেকে থেমেছিল ভারত। সেখান থেকে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে থামে ১২৩-৪-এ। ক্রিজে ছিলেন ৪১ রান করে মার্নাস লাবুশাগনে ও ৭ রানে ক্যামেরন গ্রিন। চতুর্থ দিনের শুরুতেই অবশ্য অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ফিরে যান প্যাভেলিয়নে। লাবুশাগনে তাঁর স্কোরশিটে আর কোনও রানই যোগ করতে পারেননি। তবে ভারত অস্ট্রেলিয়াকে অল-আউট করতে ব্যর্থ। বরং সামনে ২৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নামবে রোহিতের দল।
ক্যামেরন গ্রিন কিছুক্ষণ টিকে থাকলেও তা যথেষ্ট ছিল না অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসকে প্রথম ইনিংসের মতো আলোকজ্জ্বল করে তোলার জন্য। ১৮ রানে প্যাভেলিয়নে ফিরে যান তিনি। এখান থেকেই কিছুটা খেলা ঘোরানোর চেষ্টা করেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। লাঞ্চ ব্রেকে হাতে চার উইকেট নিয়ে ভারতের থেকে ৩৭৪ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। লাঞ্চ থেকে ফিরে ২৭০-৮-এ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ততক্ষণে ভারতের সামনে ৪৪৪ রানের পাহাড়প্রমাণ রানের লক্ষ্যমাত্রা তৈরি হয়ে গিয়েছে।
ভারতের হয়ে এদিন বল হাতে সফল রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ব্যাটে রানও পেয়েছিলেন তিনি। তিনি যে ভারতীয় ক্রিকেট দলের ইউটিলিটি ক্রিকেটার তা নিয়ে কোনও সংশয়ই নেই। যখন যে ডিপার্টমেন্টে দরকার সেখানেই নিজের সেরাটা দিতে একদম সচেষ্ট থাকেন তিনি। প্রথম ইনিংসে ৪৮ রানের পর এদিন তিন উইকেট তুলে নেন তিনি। প্রথম ইনিংসেও এক উইকেট পেয়েছিলেন। এছাড়া দুই উইকেট নেন উমেশ যাদব ও মহম্মদ শামি। এক উইকেট মহম্মদ সিরাজের। তিনি প্রথম ইনিংসেও চার উইকেট নিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার তৈরি করা লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেছে ভারত। প্রথম তিন ব্যাটসম্যান রোহিত শর্মা ৪৩, শুবমান গিল ১৮ ও চেতেশ্বর পূজারা ২৭ রান করে প্যাভেলিয়নে ফিরে গিয়েছেন। শুভমানের আউট নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। প্রশ্ন উঠছে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। প্রথম ইনিংসে ভরসা দিয়েছিলেন রাহানে। দ্বিতীয় ইনিংসে তাঁর দিকেই তাকিয়ে দল। সঙ্গে বিরাট কোহলির থেকেও বড় রানের প্রত্যাশা করা যেতেই পারে।
চতুর্থ দিনের শেষে সেই ভরসীর জায়গাটা বজায় রাখলেন দু’জনেই। দিনের শেষে ৪০ ওভারে ভারত ১৬৪-৩। ৪৪ রানেে বিরাট কোহলি ও ২০ রানে অজিঙ্ক রাহানে ক্রিজে রয়েছেন। শেষ দিন জিততে হলে ভারতকে করতে হবে ২৮০ রান। যা সেভাবে দেখলে খুব বেশি নয়। তবে কোহলি-রাহনে জুটিকে পঞ্চম দিনের শুরুতে একটা বড় রানের পার্টনারশিপ তৈরি করতে হবে। এদিন ভারতের যে তিন উইকেট পড়েছে তা গিয়েছে প্যাট কামিন্স, স্কট বোলান্ড ও নাথান লিয়ঁর পকেটে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার