অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, আইপিএল-এর খেলার চাপ এর জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে ভাল পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দলের অনেক ক্রিকেটার। সেই ব্যাপারে বিসিসিআই-এর কথা বলা উচিত আইপিএল আয়োজকদের সঙ্গে। যাতে খেলোয়াড়দের ওপর চাপ কম দেওয়া হয়। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন আইপিএল কোনওরকম প্রভাবিত করেনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সবসময় আইপিএল শেষ হওয়ার অন্তত দুমাস পরে আয়োজন করা উচিত। কারণ আইপিএল খেলার পরপরই অন্য কোনও টুর্নামেন্ট খেলার জন্য তৈরি থাকে না ক্রিকেটাররা। তাঁদের ওপর চাপ কম দেওয়ার জন্য আইপিএল আয়োজকদের সঙ্গে বিসিসিআই-এর কথা বলা উচিত বলে মনে করেন অনেকে। প্রাক্তন বিসিসিআই সভাপতি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য এই ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করেছেন। তাঁর মতে, এটা কোনও বাস্তবিক সমাধান নয়।এই ব্যাপারে তিনি পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি এই তথ্যের সঙ্গে একমত নয়। অজিঙ্কা রাহানে আইপিএলে ভাল পারফরম্যান্স করে টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পেয়েছে। তারপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও খুব ভাল খেলেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটারও আইপিএল এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু-জায়গাতেই খুব ভাল পারফরম্যান্স দিয়েছেন।“
এই বিষয়ে সৌরভ আরও বলেন, “আইপিএল শেষ হওয়ার পর পর্যাপ্ত সময় থাকে নিজেদের তৈরি করার জন্য। অতীতে এরকম অনেকবার হয়েছে আমরা ওডিআই খেলার পরপরই টেস্ট খেলেছি এবং তা খুবই কম সময়ের ব্যবধানে। তাই আমি মনে করিনা এটা কোনও সমস্যা হতে পারে। আমার মতে যদি তুমি আইপিএল খেলো তাহলে তোমার মধ্যে সামঞ্জস্য রেখে টেস্ট খেলার ক্ষমতাও থাকা উচিৎ।“
আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৩-ক্রিকেট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ আয়োজক আইসিসি এবং বিসিসিআই ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বিশ্বকাপের ভেন্যু ও সময়সূচী। এবারের ভেন্যুতে নাগপুর এবং মোহালির মত ঐতিহ্যবাহী দুটি স্টেডিয়াম বাদ পড়লেও মহারাজের প্রশংসা পেল আইসিসি এবং বিসিসিআই। তিনি বলেন,” বিশ্বকাপের জন্য এবার খুব ভালো সময়সূচী এবং জায়গা নির্বাচন করা হয়েছে। আইসিসি এবং বিসিসিআই তাঁদের কাজ খুব ভালভাবে করেছে। আমি জানি বিসিসিআই কতটা দক্ষতার সঙ্গে আইপিএল আয়োজন করে। সেভাবেই তাঁরা বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজন করবে। আশা করা যায় এবার দুর্দান্ত বিশ্বকাপ হতে চলেছে ভারতের মাটিতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





