অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের হয়ে বিরাট, রোহিতদের জায়গা নিতে যে তিনি প্রস্তুত তা নিয়ে আর কোনও সংশয় নেই। টানা ব্যাট হাতে দাপট দেখিয়ে চলেছেন তিনি। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ডবল সেঞ্চুরি করে ফেললেন যশস্বীী জয়সওয়াল। তৃতীয় দিন সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে টিকে ছিলেন তিনি। যদিও সেঞ্চুরি হাঁকানোর পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন। চতুর্থ দিন শুভমান গিল আউট হওয়ার পর তিনি আবার মাঠে নামেন। চতুর্থ দিন ডবল সেঞ্চুরির সঙ্গে জোড়া বিশ্ব রেকর্ডও লিখে ফেললেন এই ব্যাটার। টেস্ট কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয় ডবল সেঞ্চুরি করে ফেললেন তিনি। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম থেকেই জয়ের লক্ষ্যেই দাপট দেখাচ্ছে ভারত।
এদিন ডবল সেঞ্চুরি করার সঙ্গেই জয়সওয়াল ছুঁয়ে ফেললেন ওয়াসিম আক্রমকে। একটি টেস্ট ইনিংসে সর্বোচ্চ ছক্কা (১২) হাঁকানোর রেকর্ড ছুঁলেন তিনি। আক্রমও পাকিস্তানের হয়ে ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে ১২ ছক্কা হাঁকিয়েছিলেন। এছাড়াও আও একটি রেকর্ডড করে ফেললেন তিনি। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম একটি টেস্ট সিরিজে ২০টির বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড করলেন তিনি।
এদিকে জয়সওয়ালের রেকর্ডে নতুন রেকর্ডে ঢুকে পড়ল ভারতীয় ক্রিকেট দলও। এই প্রথম একটি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ৪৮টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন ভারতীয় ব্যাটাররা। এর আগে এি রেকর্ড ছিল ভারতেরই দখলে। ২০১৯-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এই সিরিজে নিজেদের রেকর্ডই ভাঙল ভারত। ভারতের পিছনে রয়েছে ইংল্যান্ড (৪৩), অস্ট্রেলিয়া (৪০) দল।
এছাড়া এক টেস্ট ম্যাচে ভারতীয় দলের ছক্কাও বিশ্ব রেকর্ডে পৌঁছে গয়েছে। রাজকোটে ইতিমধ্যযেই ২৮টি ছক্কা হাঁকিয়েছে ভারত। এই রেকর্ডও ছিল ভারতেরই দখলে। ২০১৯-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে এক টেস্টে ২৭টি ছক্কা মেরেছিল ভারত। এই সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত ১৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছে, যেটাও রেকর্ড। যার মধ্যে ১২টি ছক্কা জয়সওয়ালের ব্যাট থেকে এসেছে। সঙ্গে ১৪টি বাউন্ডারিও মেরেছেন তিনি ডবল সেঞ্চুরি করতে।
ভারত তাদের দ্বিতীয় ইনিংস ৫৫৬ রানে ঘোষণা করে দেয়। সেই সময় ২১৪ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল । তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন সরফরাজ খান। ইংল্যান্ডের হয়ে রেহাম আহমেদ ২৫ ওভারে ১০৮ রান দেন, নেন এক উইকেট। জো রুট ১১১ রানে ১ ও টম হার্টলে ৭৮ রানে ১ উইকেট নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার