অলস্পোর্ট ডেস্ক: ১০ অক্টোবর নয়াদিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ধৈর্য ও আক্রমণাত্মকতার ভারসাম্য বজায় রাখার তাঁর দক্ষতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে তাঁর এদিনের ইনিংস। সতর্কতার সঙ্গেই শুক্রবার প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছিল ভারত। জশস্বী জয়সওয়াল তাঁর ট্রেডমার্ক “জস-বল” ফ্যাশনে ইনিংসের দায়িত্ব নেন এবং মাত্র ১৪৫ বলে শতরান পূর্ণ করেন।
আহমেদাবাদে প্রথম টেস্টে ইতিমধ্যেই কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা এবং ধ্রুব জুরেলের তিনটি সেঞ্চুরি-সহ দুর্দান্ত পারফর্ম করেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেই ধারা ধরে রাখল যশস্বী জয়সওয়াল। কেএল রাহুলের সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গেই তাঁর ইনিংস শুরু করেন, ওয়েস্ট ইন্ডিজ পেসারদের প্রাথমিক সুইং এবং বাউন্স দেখে। ভারত প্রথম ঘন্টায় প্রতি ওভারে মাত্র ২.৫ রানই করতে পেরেছিল, তবে এটি যে পরিকল্পনার অংশ ছিল তা স্পষ্ট।
এই সেঞ্চুরির মাধ্যমে, যশস্বী জয়সওয়াল ক্রিকেটারদের একটি অভিজাত দলে প্রবেশ করলন। ২৪ বছর বয়স হওয়ার আগেই, মাত্র কয়েকজন কিংবদন্তিই এতগুলো সেঞ্চুরি করেছিলেন:
ডন ব্র্যাডম্যান – ১২
সচিন তেন্ডুলকর – ১১
গারফিল্ড সোবার্স – ৯
জাভেদ মিঁয়াদাদ, গ্রেইম স্মিথ, অ্যালিস্টার কুক এবং কেন উইলিয়ামসনের মতো অন্যান্য গ্রেটরাও অল্প বয়সে সাতটি করে সেঞ্চুরি করেছিলেন। সমসংখ্যক সেঞ্চুরি করে তাঁদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন জয়সওয়াল।
যখন কেএল রাহুল দিনের স্পিন পরিবর্তনের তৃতীয় বলে জোমেল ওয়ারিকানের বলে আউট হন, তখন বড় ধাক্কা খায় ভারত। কিন্তু জয়সওয়াল, পরিস্থিতি এবং প্রতিপক্ষকে বিচার করে নিজের খেলায় বদল আনেন। লাঞ্চের পরপরই তিনি জেডেন সিলসের বলে পরপর দু’টি বাউন্ডারি হাঁকিয়ে প্রতিপক্ষকে জানান দেন, তিনি আছেন। এবং মাত্র ৮২ বলে জয়সওয়াল তাঁর হাফসেঞ্চুরি সম্পন্ন করেন, যা স্পষ্টতই ওয়েস্ট ইন্ডিজের জন্য হতাশার ছিল।
সেখান থেকে তাঁর ইনিংস দৌঁড়তে শুরু করে। ৮২ বলে পঞ্চাশ থেকে পরের ৬৩ বলে শতরানে পৌঁছে নিজেকে আবার প্রমান করেন জয়সওয়াল। তাঁর আগের সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে ওভালে এসেছিল, যা ছিল আশাব্যঞ্জক এক ইনিংস। কিন্তু নয়াদিল্লিতে এই ইনিংস তাঁর অভিজ্ঞতার প্রমান। এটি প্রমান করে যে, অসাধারণ স্ট্রোক খেলার দক্ষতা রয়েছে এই ব্যাটসম্যানের, যিনি নির্ভুলতার সঙ্গে তাঁর ইনিংস গড়ে তুলতে সক্ষম।
এই সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের ছন্দে ফেরার এবং সঠিক সময়ে তার সঠিক গতি খুঁজে পাওয়ার মঞ্চ তো বটেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





