অলস্পোর্ট ডেস্ক: ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলতি পর্বে ইতিহাস তৈরি থেকে মাত্র ১৩২ রান দূরে রয়েছেন। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জয়সওয়াল ব্যাটিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-এ ১০২৮ রান করা জয়সওয়ালের ইতিহাস তৈরি করতে প্রয়োজন আর মিত্র কিছু রান। যা ভারত যখন সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে তখন থেকেই শুরু হয়ে যাবে। যদি ২২ বছর বয়সী ভারতের উদীয়মান তারকা ক্রিকেটার দুই টেস্টে ১৩২ রান করেন, তাহলে তিনি ডব্লুটিসি-এর একক সংস্করণে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটার হয়ে যাবেন।
তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানেকে ছাঁপিয়ে যাবেন যিনি ডব্লুটিসি ২০১৯-২১-এ ১১৫৯ রান করেছিলেন। রাহানে এবং রোহিতের পাশাপাশি একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০০ রান করা তিনজন ভারতীয় ব্যাটারের মধ্যে একজন জয়সওয়াল।
এর সঙ্গে বিশ্ব ক্রিকেটে যশস্বী জয়সওয়াল জো রুটকে টপকে যাবেন।
ইতিমধ্যে, জয়সওয়াল চলতি মরসুমের স্কোরিং চার্টে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেটের সঙ্গে। দু’জনেরই রান ১০২৮।
জো রুটকে টপকে যেতে তাঁর প্রয়োজন মাত্র ৩৭১ রান। বর্তমানে ১৩৯৮ রান নিয়ে দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ৬৮.৫২ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় শীর্ষে রয়েছে। তাদের আসন্ন সিরিজের মধ্যে রয়েছে বাংলাদেশ (ঘরে দুই টেস্ট), নিউজিল্যান্ড (ঘরে তিন টেস্ট), এবং অস্ট্রেলিয়া (পাঁচ টেস্ট বাইরে)।
পাকিস্তানের মাটিতে তাদের প্রথম টেস্ট সিরিজ জিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দলও সেরা ফর্মে রয়েছে। দলটি প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জয় তুলে নেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার