Tuesday, January 21, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটআইপিএলে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন চাহাল  

আইপিএলে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন চাহাল  

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হলেন চাহাল। দরকার ছিল ১টি মাত্র উইকেট। ইডেনে বল হাতে নিয়েই লক্ষ্যে পৌঁছে যান যুজবেন্দ্র চাহাল। প্রথম ইনিংসের ১১তম ওভারে রাজস্থান রয়্যালস প্রথমবার বল করতে পাঠায় চাহালকে। দ্বিতীয় বলেই নাইট অধিনায়ক নীতীশ রানার উইকেট তুলে নেন যুজবেন্দ্র।

চাহাল ভেঙে দিলেন ডোয়েন ব্র্যাভোর সর্বকালীন রেকর্ড। ইডেনে রানার উইকেটটি চাহালের আইপিএল কেরিয়ারের ১৮৪তম শিকার। এতদিন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির ছিল ক্যারিবিয়ান অল-রাউন্ডারের দখলে। তিনি ১৬১টি ম্যাচের ১৫৮টি ইনিংসে বল করে ১৮৩টি উইকেট নিয়েছেন। এবার সেই রেকর্ড ছিনিয়ে নিলেন চাহাল। যুজবেন্দ্র ১৪৩টি ম্যাচের ১৪২টি ইনিংসে বল করে রেকর্ড নিজের নামে করেন। অর্থাৎ, ব্র্যাভোর থেকে ১৬টি কম ইনিংসে বল করেই আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়েন চাহাল।

ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৫ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল। নীতীশ রানা ছাড়াও তিনি বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও শার্দুল ঠাকুরের উইকেট তুলে নেন। সেই সুবাদে আইপিএল ২০২৩-র সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে বেগুনি টুপিও মাথায় পরেন চাহাল। অর্থাৎ, এই মুহূর্তে চলতি আইপিএলের এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সার্বিক ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী হলেন যুজবেন্দ্র। চাহাল এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচে বল করে ২১টি উইকেট নিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments