অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ নিয়ে নতুন দাবি তুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির প্রধান কর্তা জাকা আশরফ ‘হাইব্রিড মডেল’-এর সমালোচনা করেন। আশরফ চেয়েছিলেন পুরো টুর্নামেন্টই খেলা হোক পাকিস্তানের মাটিতেই। কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী এশিয়া কাপ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশে ভাগ করে। শ্রীলঙ্কায় একটা অংশ হওয়ার সিদ্ধান্তে মোটেই খুশী নন আশরফ।
আশরফ ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যে যে চুক্তি হয়েছে তাকে কোনওভাবেই সমস্যায় ফেলতে চান না তিনি।
তিনি বলেন, ‘‘যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তা কোনওভাবে ভাঙা যায় না তাই আমিও সেটাই মেনে চলব। আমি বেশী কিছু করতে পারব না কিন্ত সিদ্ধান্তটি মেনে আমি তার সম্মান রাখতে পারি। কিন্তু এরপর যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে তা আমাদের দেশের কথা ভেবেই নেওয়া হওয়া উচিৎ।’’
শেষ কয়েক মাস ধরেই এশিয়া কাপের ম্যাচ কোথায় হবে তা নিয়ে বিতর্ক চলছে। পিসিবি এবং বিসিসিআইয়ের বিতর্কের পর পাকিস্তান বোর্ড সিদ্ধান্তে এসেছে যে হাইব্রিড মডেল তৈরি করবে নাজিম শেঠির নেতৃত্বে।
এই মডেল অনুযায়ী ১৩টি ম্যাচের মধ্যে চার থেকে পাঁচটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কাতে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ এবং টুর্নামেন্টের ফাইনালও হবে শ্রীলঙ্কায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার