Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeফুটবল১০ জনেই বাজিমাত কলম্বিয়ার, উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে দল

১০ জনেই বাজিমাত কলম্বিয়ার, উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে দল

অলস্পোর্ট ডেস্ক: দশ জনের কলম্বিয়া ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে ২৩ বছরের এই প্রথম মতো কোপা আমেরিকার ফাইনালে পৌঁছল। ৩৯ মিনিটে জেফারসন লারমার হেডার কলম্বিয়ানদের জন্য জয়ের পর নিশ্চিত করে দেয়, যারা এখন মিয়ামিতে রবিবারের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। এই ম্যাচে খেলার থেকেও বেশী উত্তেজনা তৈরি হয় গ্যালারিতে ও মাঠের মধ্যের হাতাহাতিতে। মাঠের লড়াই দ্রুত ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। তবে সব কিছুর শেষে শেষ হাসি হাসল কলম্বিয়া।

কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ বিরতির ঠিক আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তার পরেও এবং প্রচুর উরুগুয়ের চাপের মুখোমুখি হওয়া সত্ত্বেও কলম্বিয়ার ১-০ গোলের ব্যবধানে বদল আনতে পারেনি উরুগুয়ে।

উত্তর ক্যারোলিনা শহরের ডাউনটাউনের রাস্তা কিক-অফের কয়েক ঘন্টা আগে থেকেই উজ্জ্বল হলুদ কলম্বিয়ার জার্সি ধারীদের দখলে চলে গিয়েছিল যা চলল ম্যাচ শেষ হওয়ার পরেও।

৭৪,৮৯৯ আসন বিশিষ্ট ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামের ভিতরের পরিবেশ দেখে মনে হচ্ছিল হোম গ্ৰাউন্ডে ম্যাচ খেলতে নেমেছেন কলম্বিয়া।

এইরকম পরিবেশে আশ্চর্যের কিছু নেই তাগিদটা ও অনেক বেড়ে যায়। কলম্বিয়া তাদের তারকা প্লেয়ার লিভারপুল উইঙ্গার লুইস ডায়াজকে দিয়ে জোরালোভাবে শুরু করে। শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। যার ফল ৩৯ মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। এটি ছিল রডরিগেজের জন্য টুর্নামেন্টের ষষ্ঠ অ্যাসিস্ট যা রেকর্ড। তাঁর কর্ণার থেকে হেড করে গিমেজৈর মাথার উপর দিয়ে বল জালে জড়ান লারমা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments