অলস্পোর্ট ডেস্ক: সন্তোষ ট্রফির জন্য ২২ সদস্যের দল ঘোষণা করে দিলেন কোচ সঞ্জয় সেন। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শিবিরের শেষ অনুশীলন সেরেই কল্যানীর উদ্দেশে রওনাা দিল বাংলা দল। সেখানেই বসতে চলেছে সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ। বাংলা রয়েছে গ্রুপ সি-তে বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশের সঙ্গে। কল্যানীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মূল দল ঘোষণা করা হল, যার উপর ভরসা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। ১৬ নভেম্বর সন্তোষ ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলা। প্রতিপক্ষ ঝাড়খণ্ড। বাংলার পরের ম্যাচ ১৮ নভেম্বর উত্তর প্রদেশের সঙ্গে। বাংলা তৃতীয় ম্যাচ খেলবে বিহারের বিরুদ্ধে ২০ নভেম্বর।
গত মরসুমে দল নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। উঠেছিল স্বজনপোষণ প্রসঙ্গও। পাশাপাশি গত কয়েক বছরে বাংলার ফল আশানুরূপ হয়নি। সে কারণেই এবার সাম্প্রতিক সময়ের সফলতম বাঙালি কোচের হাতেই তুলে দেওয়া হয়েছে বাংলা দলের দায়িত্ব। ইন্টারকাশীর মতো দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচও খেলেছে বাংলা দল। এবার দেখার বাঙালি কোচের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলার ফুটবল।
এক নজরে বাংলা দলঃ
গোলকিপারঃ সৌভ সামন্ত, শঙ্কর রায, আদিত্য পাত্র
ডিফেন্ডারঃ তারক হেমব্রম, জুয়েল আহমেদ মজুমদার, অয়ন মণ্ডল, মদন মাণ্ডি, রবিলাল মাণ্ডি, বিক্রম প্রধান, রুহুল কুদ্দুস পুরোকায়েত
মিডফিল্ডারঃ চাকু মাণ্ডি, আদিত্য থাপা, সুপ্রদীপ হাজরা, বাসুদেব মাণ্ডি, ইজরাফিল ডিওয়ান, আবু সুফিয়ান শেখ, অমরনাথ বাস্কে, সুপ্রীয় পণ্ডিত,
ফরোয়ার্ডঃ রবি হাঁসদা, নরহরী শ্রেষ্ঠা, মনোতোষ মাঝি, অরিত্র ঘোষ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার