অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সময় বৃহস্পতিবার ইউরো ২০২৪-এ জর্জিয়ার কাছে পর্তুগালের হার গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্যাচেও নিজের সেরাটা দিতে ব্যর্থ। যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ইতিমধ্যেই গ্রুপ এফ বিজয়ী হিসাবে শেষ ১৬-এর জন্য যোগ্যতা অর্জন করেছে এবং তাদের কোচ রবার্তো মার্টিনেজ তার দলে এদিন আটটি পরিবর্তন করেছিলেন। জর্জিয়া তাদের তারকা খেলোয়াড়, নাপোলি উইঙ্গার খভিচা কোয়ারাতসখেলিয়ার দুর্দান্ত ফিনিশিংয়ের জন্য শুরুর দুই মিনিটের মধ্যে এগিয়ে যায়।
জর্জেস মিকাউতাদজে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পেনাল্টি স্পট থেকে ২-০ করে প্রতিযোগিতার তিন নম্বরে সর্বোচ্চ গোলদাতার জায়গায় পৌঁছে যান।
তবে ম্যাচ শেষে একটি ভয়ঙ্কর ঘটনাও ঘটে যায়। এক ভক্ত গ্যালারি থেকে রীতিমতো লাফিয়ে পড়েন রোনাল্ডোর গায়ে। তাঁর কী উদ্দেশ্য ছিল তা জানা যায়নি ঠিকই। তবে রোনাল্ডো যখন মাঠ ছেড়ে টানেলে ঢুকছেন তখনই ঘটে এই ঘটনা। এবং সেই ভক্তের পা এসে লাগে পাঁচবারের ব্যালন ডি’অরের গায়ে। এটিই তার লক্ষ্য ছিল কিনা সেটা অবশ্য নিশ্চিত নয়। তবে নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন। দেখেন নিন সেই ঘটনার ভিডিও—
বিশ্বের ৭৪তম স্থানে থাকা জর্জিয়া, এখন কোলোনে পরের রাউন্ডে বহুল আলোচিত স্পেনের বিরুদ্ধে খেলবে চারটি সেরা তৃতীয় স্থান অধিকার করা দলের মধ্যে একটি হিসাবে জায়গা করে নেওয়ার পর।
পর্তুগালের জন্য এটি একটি হতাশাজনক রাত ছিল, যারা জর্জিয়ার গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলির হাতে আটকে যায়।
৩৯ বছর বয়সী রোনাল্ডো, যার ইউরোতে ১৪ গোলের রেকর্ড রয়েছে, তিনি এখনও এই বছরের প্রতিযোগিতায় তাঁর প্রথম গোলের অপেক্ষায় রয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার