Friday, November 7, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলমালয়েশিয়ায় ফুটবলারদের উপর পর পর আক্রমণে চিন্তার ভাজ প্রশাসনের কপালে

মালয়েশিয়ায় ফুটবলারদের উপর পর পর আক্রমণে চিন্তার ভাজ প্রশাসনের কপালে

অলস্পোর্ট ডেস্ক: অ্যাসিড আক্রমণ মালয়েশিয়ার জাতীয় ফুটবলারের উপর। সপ্তাহান্তে একটি শপিং মলে অ্যাসিড ছিটিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। যার ফলে সেকেন্ড ডিগ্রী বার্ন হয়েছে তাঁর, দেশের এক ক্রীড়া কর্মকর্তা জানিয়েছেন। সেলাঙ্গর রাজ্যের ক্রীড়া কর্মকর্তা নাজওয়ান হালিমি জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের বাইরে পেটালিং জায়া জেলায় রবিবার হামলায় জাতীয় দলের খেলোয়াড় ফয়সাল হালিমের ঘাড়, কাঁধ, হাত ও বুকের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। ২৬ বছরের ফয়সাল সেলাঙ্গর ফুটবল ক্লাবের একজন উইঙ্গার।

“আমি এই হিংসার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য পুলিশকে অনুরোধ জানাই,” রবিবার গভীর রাতে এক বিবৃতিতে বলা হয়।

সেলাঙ্গর পুলিশ প্রধান হুসেন ওমর খান সোমবার বেসরকারি টেলিভিশন স্টেশন অ্যাস্ট্রো আওয়ানিকে উদ্ধৃত করে বলেছে যে একজন পুরুষ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও তিনি কোনও উদ্দেশ্য প্রকাশ করেননি।

অনলাইনে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, বাদামী প্যান্ট পরা ফয়সাল একটি বেঞ্চে বসে আছেন এবং তাঁর শরীরে পোড়া দাগ রয়েছে।

আরেক জাতীয় খেলোয়াড় আখিয়ার রশিদ পূর্বাঞ্চলীয় রাজ্য তেরেঙ্গানুতে তাঁর বাড়ির বাইরে ডাকাতির ঘটনায় আহত হওয়ার তিন দিন পর এই হামলার ঘটনা ঘটে।

২৫ বছরের আখিয়ারকে দুই অজ্ঞাত সন্দেহভাজন লোহার রড দিয়ে আঘাত করেএবং তাঁর মাথায় ও পায়ে আঘাত পান যার জন্য সেলাইও করতে হয়, স্থানীয় মিডিয়া জানিয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান আজলি নূর জানিয়েছেন, আখিয়ার টাকা নিয়ে সন্দেহভাজনরা পালিয়ে গিয়েছে। মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদিন মহম্মদ আমিন বলেছেন, উভয় হামলার জন্য তিনি “বিচলিত ও দুঃখিত”।

রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, “মালয়েশিয়ার জনগণ প্রার্থনা করুন যেন আখিয়ার এবং ফয়সাল দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং কাজে ফিরে আসুন।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments