অলস্পোর্ট ডেস্ক: রীতিমতো সাড়া পড়ে গেছে ভারতীয় ফুটবল মহলে বার্সিলোনা লেজেন্ড জাভি হার্নান্ডেজের ভারতীয় সিনিয়র কোচ হওয়ার আবেদন এআইএফএফ গ্রাহ্য না করায়। ১৭০ জন আবেদনকারীর মধ্যে জাভিও আগ্রহ প্রকাশ করেছিলেন সুনীলদের কোচ হওয়ার। আসলে হোসে মোলিনা, কিবু ভিকুনা সহ ভারতীয় ফুটবলে একাধিক কোচ ও ফুটবলারের আনাগোনা জাভিকে ভারতীয় ফুটবল সম্পর্কে আগ্রহী করে তুলেছিল। কিন্তু কোচদের নাম শর্টলিস্ট করার সময় জাভিকে বাদ দেন টেকনিকাল কমিটির সদস্যরা।
জাভিকে শেষ তিনজনের মধ্যে রাখার সাহস দেখাতে পারেনি বলে ভারতীয় ফুটবল ফেডারেশন তীব্র সমালোচনার মুখে পড়েছে। অনেক আবার বিস্ময় প্রকাশ করেছেন জাভিকে ভারতীয় কোচ করার বিবেচনায় না রাখায়। সেটাই স্বাভাববিক। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে যে একটা প্রকৃত কিছু কারণ আছে, সেটাও ভাবতে হবে।
জাভি ভারতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছেন, এটা দেশের পক্ষে গর্বের ব্যাপার, বিশেষ করে ভারতীয় ফুটবল যখন আন্তর্জাতিক পর্যায়ে খোঁড়াচ্ছে। জাভিকে কোচ করতে পারলে তো ভালই হত, কিন্তু জাভির আর্থিক দাবি মেটানোর ক্ষমতা কি আদৌ আছে এইমুহূর্তে ফেডারেশনের? তাদের তো ভাঁড়ে মা ভবানী। ইগর স্টিমাচকে চুক্তি শেষ হওয়ার আগেই বরখাস্ত করে বিতর্কে জড়িয়ে বিপুল পরিমান আর্থিক খেসারত দিতে হয়েছে ফেডারেশনকে। ফলে স্টিমাচের পর কাউকে স্থায়ী ভাবে নিয়োগ করতে পারেনি তারা। এফসি গোয়ার দাক্ষিণ্যে তাদের টাকায় জাতীয় দলের পার্টটাইম কোচ হিসেবে মানোলো মারকোয়েজকে নিয়োগ করেছিল।
মানোলো এএফসি গোয়া ও জাতীয় দল, দু’নৌকায় পা দিতে চলতে গিয়ে ভারতীয় দলকে ডুবিয়ে শেষপর্যন্ত সরে পড়েছেন। জাতীয় কোচের দায়িত্ব ছেড়ে ফিরে গেছেন এফসি গোয়া কোচের ভূমিকায়। এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ফুটবল প্রশাসন ও ফুটবল দল, যেখানে বিরাট কিছু ভাবনা করা বাতুলতা মাত্র। চুক্তি বিতর্কে থমকে আছে আইএসএল। ফেডারেশনের বর্তমান কমিটি দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে ক্ষমতাহীন। সুপ্রিম কোর্ট দ্রুত নির্বাচন করার নির্দেশ দিয়ে নতুন কমিটি গড়তে। এমন অবস্থায় আর্থিক দৈন্যতা আর ক্ষমতাহীন পরিস্থিতিতে জাভিকে কোচ করলে, সেটা গলায় কাঁটার মতো বিঁধত ফেডারেশনের।
তারওপর যেটুকু জানা গেছে, তাতে জাভির আবেদনে ইমেলের উল্লেখ থাকলেও, ফোন নাম্বারের জায়গাটা ফাঁকাই ছিল। তবে সেটা বড় কথা নয়। আসল হল জাভির আর্থিক দাবি মেটাতে গেলে ফেডারেশনের ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যেত। অতএব জাভিকে কোচ করার ভাবনা ছেড়ে কম খরচে জাতীয় কোচ নিয়োগের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। শেষপর্যন্ত তিনজনকে শর্টলিস্ট করেছে সুনীলের কোচ হওয়ার জন্য। জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন ও স্টেফান টারকোভিচ। এঁদের মধ্যে খালিদ জামিল ফেডারেশনের এক নম্বর পছন্দ। তাঁর নিয়োগে খরচ কম। ঝামেলাও। কারণ পরিস্থিতি বুঝে অক্টোবরে ভারতীয় ফুটবল দলের সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের পর নভেম্বরে আইএসএল শুরু হলে খালিদকে জামশেদপুরের দায়িত্বে ছেড়ে দিতে সমস্যা হবে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





