অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবলে সদ্য বিদায় নিয়েছেন সিনিয়র দলের হেড কোচ ইগর স্টিমাচ। যা প্রত্যাশিতই ছিল। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের তৃতীয় রাউন্ডে পৌঁছতে না পারলে নিজেই সরে যাবেন বলে জানিয়েছিলেন স্টিমাচ। কিন্তু তার আগেই তাঁকে সরিয়ে দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। আর তার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল নতুন কোচের খোঁজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় কোচদের আবেদনপত্র চেয়ে পোস্ট করেছে ফেডারেশন।
ইন্ডিয়ান ফুটবল টিমের টুইটার হ্যান্ডলে পোস্ট করে ভারতীয় সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ দলের জন্য হেড কোচ চেয়ে আবেদন চাওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‘এআইএফএফ ভারতীয় সিনিয়র/অনূর্ধ্ব-২৩ অভিজ্ঞ হেড কোচ চাইছে। বিস্তারিত তথ্য়ের জন্য লিঙ্কে দেখুন। কাজের দায়িত্ব সম্পর্কে জানতে ফেডারেশনের ওয়েব সাইট ভিজিট করুন।’’
পাঁচ বছর ভারতীয় ফুটবল দলের দায়িত্ব সামলেছেন ইগর স্টিমাচ। তার পুরোটাই যে ব্যর্থতা তেমনটাও বলা যাবে না। শেষ ম্যাচে কাতারের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছে ভারতীয় ফুটবল দল তার অনেকটাই কৃতিত্ব কোচেরও প্রাপ্য। অতীতে বার বার ব্যর্থতার দায় নিয়ে কোচদেরই সরতে হয়েছে কিন্তু কোচ বদলেও কোনও সুরাহা হয়নি। এর মধ্যেই ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রীও অবসর নিয়েছেন। তাঁর জায়গা কে নেবেন তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। দ্বিতীয় সুনীল ছেত্রী এখনও তৈরি নয়। এই অবস্থায় ভারতীয় ফুটবল দলের ভবিষ্যত সামলাতে কে দায়িত্ব তুলে নেবেন সেটাই বড় প্রশ্ন।
এআইএফএফ নতুন প্রধান কোচের জন্য একটি শক্তিশালী নাম খুঁজছে, যা তাদের ১০-১৫ বছরের কোচিং অভিজ্ঞতার প্রয়োজনীয় মানদণ্ড থেকেই স্পষ্ট হয়ো যাচ্ছে, পাশাপাশি এমন একজনকে চাইছে যাঁর ইতিমধ্যেই একটি জাতীয় দলের কোচিং করার অভিজ্ঞতা রয়েছে। যা ইঙ্গিত দেয় যে ভারত আবারও বিদেশি কোচের দিকেই ঝুঁকতে চলেছে।
“এই পদের প্রাথমিক উদ্দেশ্য হল ফিফা বিশ্বকাপ/এএফসি এশিয়ান কাপ/সাফ চ্যাম্পিয়নশিপ এবং এএফসি অনূর্ধ্ব-২৩-এর যোগ্যতা সহ বিভিন্ন ম্যাচ এবং প্রতিযোগিতার জন্য সিনিয়র পুরুষদের জাতীয় দল এবং অনূর্ধ্ব ২৩ পুরুষদের জাতীয় দল নির্বাচন করা, পর্যবেক্ষণ করা এবং প্রস্তুত করা। মূল লক্ষ্যগুলির মধ্যে চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমস ২০২৬-এ একটি অসাধারণ প্রস্তুতি এবং পারফরম্যান্স দেওয়া,” এআইএফএফ-এর আবেদনপত্রের লিঙ্কে বলা হয়েছে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডও নতুন কোচের সন্ধানে নেমেছে। কিন্তু অদ্ভুতভাবে এই পদের জন্য কেউ আবেদনই নাকি জানাননি। যেটা ভারতীয় ক্রিকেটের ইতিহাস অস্বাভাবিক ঘটনা। যে কারণে গৌতম গম্ভীরের সব শর্ত মেনে নিয়েই তাঁকে কোচ দায়িত্ব দিতে রাজি হয়েছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বেশ কয়েকবছর হল বিদেশি ছেড়ে ভারতীয় কোচদের উপরই ভরসা রাখছে। ভারতীয় ফুটবল কি সেই পথে হাঁটতে পারবে?
এমন নয় যে ভারতে কোচ নেই। বড় বড় ডিগ্রি নিয়ে বসে রয়েছেন ভারতীয় সফল কোচরা। সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তীর মতো প্রো-লাইসেন্সধারীরা বড় দলের কোচিংয়ের দায়িত্ব পান না। আর কোটি কোটি টাকা দিয়ে বিদেশি কোচ নিয়ে এসে ভারতীয় দল যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে। কয়েক বছর কাটিয়ে বিদায় নিতে হচ্ছে। এবার কি তাহলে ভারতীয় কোচের দিকে ঝুকবে ফেডারেশন?
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার