অলস্পোর্ট ডেস্ক: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, সভাপতি কল্যাণ চৌবেয়ের জীবন ও সম্পত্তিহানির হুমকি দেওয়া হচ্ছে একটি বেনামী ফোন থেকে। বৃহস্পতিবার দ্বারকা সেক্টর ২৩ থানায় অজানা দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে দ্বারকায় অবস্থিত এআইএফএফ অফিসে ১০ সেপ্টেম্বর একটি ফোন আসে সেখানে শুধু চৌবে নয়, তার পরিবারেরও জীবন ও সম্পত্তিহানির হুমকি দেওয়া হয়। “দিল্লি পুলিশ দ্বারকা সেক্টর ২৩ থানায় একটি অভিযোগ পেয়েছে এবং তদন্ত করছে,” একজন সিনিয়র পুলিশ অফিসার পিটিআইকে জানিয়েছেন৷
এআইএফএফ সাম্প্রতিক সময়ে বিতর্কে জর্জরিত হয়েছে। ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণকে বরখাস্ত করা থেকে শুরু করে তার প্রাক্তন আইনী প্রধানের দ্বারা চৌবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যন্ত তোলা হয়েছে।
চৌবে, যিনি ২০২২ সালের সেপ্টেম্বরে এআইএফএফ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার