Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলফিরছেন অ্যালবার্তো, পঞ্জাবের বিরুদ্ধে ১ পয়েন্টই খুলে দেবে মোহনবাগানের প্লে-অফের রাস্তা

ফিরছেন অ্যালবার্তো, পঞ্জাবের বিরুদ্ধে ১ পয়েন্টই খুলে দেবে মোহনবাগানের প্লে-অফের রাস্তা

সুচরিতা সেন চৌধুরী: আইএসএল ২০২৪-২৫-এ এমন একটা জায়গায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট যেখান থেকে চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কিছু ভাবার জায়গাই নেই। এটা যতটা স্বস্তির ততটাই চাপের। স্বস্তির কারণ বুধবার ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে ড্র করলেই প্লেঅফ নিশ্চিত হয়ে যাবে মোহনবাগানের। যা দলকে লিগশিল্ডের আরও কাছে নিয়ে যাবে। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার থেকে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে কলকাতার দল। যা আত্মবিশ্বাস তো যোগাচ্ছেই, কিন্তু অত দূর ভাবতে নারাজ কোচ হোসে মোলিনা। বরং তিনি প্রতিবারের মতই এবারও বলে দিচ্ছেন, “আমার লক্ষ্য তিন পয়েন্ট। এর পরটা নিয়ে আমি কখনওই ভাবি না। কারণ জানি, এই তিন পয়েন্ট করে পেলেই আসল লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে।”

তাই মোলিনার কাছে কোনও ম্যাচই আলাদা নয়। বরং লিগ শেষের পাঁচ ম্যাচ বাকি থাকতেও একই কথা বলছেন মোহনবাগান কোচ। যে কথাটা তিনি বার বার বলে এসেছেন, এদিনই কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়েই সেখানেই স্থির রয়েছেন তিনি। বলছেন, “আমার কাজ প্লেয়ারদের সাহায্য করা। আমাদের সাপোর্ট স্টাফরা খুব ভাল। মাঠে নেমে তো খেলতে হবে প্লেয়ারদেরই।” এর সঙ্গে দলের সেটপিসে সাফল্যের কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। কৃতিত্ব দিয়েছেন দলের সেটপিস বিশেষজ্ঞদের। বলছিলেন, “যারা কর্নার বা ফ্রিক নেয় তারা দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। যদি সেটা সঠিক হয় তাহলে সেখান থেকে গোল আসে। তবে সেটার পাশাপাশি সব রকমের সম্ভাবনা নিয়েই আমাদের কাজ করে যেতে হয়।”

এদিকে পঞ্জাব এফসি কোচ পানাজিওতিস দিলপেরিস বলব না বলব না করেও বলে দিলেন মোহনবাগানে তাঁর মতে, সব থেকে ভয়ঙ্কর প্লেয়ারকে। তিনি এক কথায় জবাব দিয়ে দিলেন, “আমার মতে, মোহনবাগানের সব থেকে ভয়ঙ্কর প্লেয়ার জেসন কামিন্স।” সেটা শুনে মোহনবাগান কোচ মোলিনা বেশ খুশি। তবে তাঁকে কখনও বিশেষ কোনও প্লেয়ারকে নিয়ে কথা বলতে শোনা যায় না। এদিনও সেটা মনে করিয়ে দিয়েও বলেই ফেললেন, “জেসন অসাধারণ প্লেয়ার। ও দলকে অনেক সাহায্য করে। তবে আমি এভাবে ভাবি না, আমি একটা দল হিসেবে ভাবি সব সময়।” আর সেই দল নিয়েই কোচের লক্ষ্য থাকবে গোল সামলে আক্রমণে ওঠা। আর দ্রুত গোল তুলে নিতে পারলে তো কথাই নেই। মোলিনার মতে, তবেই চাপ তৈরি করা যাবে প্রতিপক্ষের উপর।

এদিন অবশ্য বিশেষ প্লেয়ার নিয়ে মুখ খুললেন তিনি। তিনি এই মরসুমের সেরা গোলকিপার বিশাল কাইথ। মোহনবাগান গোলের নিচে তাঁর নামের পাশেই লেখা হয়ে গিয়েছে ৫০টি ক্লিনশিটের তালিকা। তা মরসুম শেষহতে হতে বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সে কারণেই পঞ্জাব ম্যাচের আগে তাঁকে সংবর্ধনা জানাবে আইএসএল কর্তৃপক্ষ। হাতে তুলে। দেওয়া হবে ৫০ লেখা জার্সি। সেই বিশালকে নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো গর্বিত শোনাল মোসিনার গলা। বলছিলেন, “আগেও বলেছি, আমাকে যদি বিশালকে পরিবর্তন করার বিকল্প দেওয়া হয় আমি সেটা করব না। এটা আমি সেই সময় বলেছিলাম যখন ও জাতীয় দলে ছিল। এবংং আজকে ও নিজেকে প্রমাণ করেছে।”

মোহনবাগান দল নিয়ে মোলিনার মতই আত্মবিশ্বাসী পঞ্জাব কোচ। চোট-আঘাত থেকে শুরু করে কার্ড সমস্যা রয়েছে মোহনবাগানের। তবে সেটা যে তাদের কোনওভাবেই বিপদে ফেলবে না সেটা নিয়ে যেন মোলিনার থেকেও বেশি নিশ্তত পঞ্জাব কোচ। বলছিলেন, “আমাদের সাবধান থাকতে হবে। দের সব থেকে ভয়ঙ্কর দিক হল অপ্রত্যাশিত অ্যাকশন। আর চোট-আঘাত বা কার্ডের জন্য এক, দু’জন না থাকাটা ওদের কাছে কোনও বড় বিষয় নয়। প্রথম একাদশে খেলতে পারে এমন প্লেয়ার ২২-২৫ জন রয়েছে ওদের দলে।” নিজের দল সম্পর্কে এই কথাই বার বার বলেছেন মোহনবাগান কোচ। চোট-আঘাত বা কার্ড সমস্যা ফুটবলের অংশ। সেটার জন্য যেমন ম্যাচ বন্ধ হবে না তেমনই দলের হাতে একাধিক পরিবর্ত প্লেয়ার রয়েছে যা কাজটা করে দেবে।

এদিকে ভাল শুরু করেও পিছিয়ে পড়ার জন্য প্লেয়ারদের প্রতি পঞ্জাব কোচের যে কোনও ক্ষোভ নেই সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বরং তিনি আশার কথা শুনিয়েছেন ভারতীয় ফুটবলের জন্য। বলছিলেন, “এটা নতুন দল, সময় দিতে হবে। আমাদের দলে অনূর্ধ্ব-১৮ ছয় জন প্লেয়ার রয়েছে। এটা কোনও দলে কি আছে। এরা যখন সিনিয়র হবে তখন ভারতীয় ফুটবলের জন্য কতটা কার্যকরী হবে ভেবে দেখুন।” আপাতত মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতেই এসেছেন তাঁরা। বলেই দিচ্ছেন, “আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি তাতে আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ যোগ্যতা অর্জন করার জন্য।” আর এই পঞ্জাব এফসিকে হালকাভাবে নিচ্ছেন মোলিনা।

বলছিলেন, “আমি ওদের শেষ ম্যাচ দেখেছি, ওরা কীভাবে শেষ মিনিটে জয় তুলে নিয়েছিল। ওরা এখানেই ভাল ফুটবল খেলতেই এসেছে। আমি জানি ওরা কঠিন প্রতিপক্ষ। ওরাও আমাদের সম্পর্কে সেটাই ভাবছে। এক কথায় দুটো ভাল দলের খলা হবে কাল। তবে গ্যালারি আমাদের। দিকে থাকবে। আমাদের। তিন পয়েন্ট পেতে সাহায্য করবে।” এদিকে দলের জন্য সুখবর, সোমবারের পর ম্যাচের আগের দিনও পুরো দমে অনুশীলন করলেন অ্যালবার্তো। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে যেমন হতে পারে মোহনবাগানের— বিশাল, শুভাশিস, আশিস, দীপেন্দু, রডরিগেজ, লিস্টন, টাংরি, সাহাল, মনবীর, জেমি, কামিন্স।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments