অলস্পোর্ট ডেস্ক: একে আর্থিক অর্থে ভাঁড়ে মা ভবানী, তারওপর হাতে পর্যাপ্ত পরিমান ফুটবলার না থাকলে যা হয়, নিজের দলের ছেলেদের উৎসাহ জোগাতে সোমবার সুপার কাপ খেলার জন্য প্রস্তুতি ম্যাচে খেললেন মহমেডান স্পোর্টিং কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। ইয়ং কর্নারের সঙ্গে নিজেদের মাঠে প্র্যাকটিস ম্যাচে ১০ মিনিট মতো খেলেন মেহরাজ। মহমেডান ম্যাচটা জেতে ২-১ গোলে। যদিও মেহরাজ থেকে দলের ছোট বড় কর্তারা বললেন, এটা নিছকই দলের ফুটবলারদের পাশে আছেন বোঝাতে এই ভূমিকা নেওয়া, তবে অস্বীকার করার জায়গা তো নেই, সুপার কাপে অংশ নিতে যাওয়ার আগে একেবারেই ভাল জায়গায় নেই মহমেডান।
গত মরশুমের বিদেশি কোচ ও ফুটবলারদের বকেয়া মাইনে মেটাতে না পারার কারণে ফেডারেশন ও ফিফার জাতীয় ও আন্তর্জাতিক ব্যান ঘাড়ে চেপে বসে রয়েছে মহমেডানের। এর ফলে একঝাঁক নতুন ফুটবলারের সঙ্গে কথা বলেও তাঁদের দলে নথিভুক্ত করা সম্ভব হয়নি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বারবার গিয়ে আর্থিক সুরাহা করার ব্যাপারে মহমেডান কর্তারা অনুরোধ করা সত্ত্বেও কোনও ফল মেলেনি। মুখ্যমন্ত্রী যাঁকে প্রাথমিকভাবে ঠিক করে দিয়েছিলেন, সেই টেকনো গ্রুপের ক্ষমতায় কুলোচ্ছে না মহমেডানের বকেয়া মেটানোর। তার সঙ্গে নতুন মরশুমের দল গঠনের টাকা দেওয়ার। ব্যান তোলার টাকার পরিমান জরিমানা সমেত আনুমানিক ১০ কোটির কাছাকাছি। যাঁদের টাকা বকেয়া, তাঁদের সঙ্গে কথা বলে অল্প কিছু কমতে পারে। কিন্তু সেই টাকাটাই বা দেবে কে? মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এমন কাউকে দিতে, যিনি অন্তত ব্যান তোলার টাকাটা দেবেন মহমেডানকে। তারপর সময় সুযোগমতো নতুন মরশুমের দল গঠনের স্পনসর খোঁজার চেষ্টা চলবে।
যতদিন সেটা না হচ্ছে, কলকাতা প্রিমিয়ার লিগের পর ডুরান্ডে যে ঘরের ছেলেদের নিয়ে লড়েছিলেন, তাঁদের নিয়েই বুধবার গোয়া উড়ে যাবেন কোচ মেহরাজ। হাতে গোনা ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছেন শুক্রবার থেকে। তবে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার সজল বাগকে পাবেন না, রেলের চাকরিতে যোগ দেওয়ায়। রেলের টুর্নামেন্টের জন্য সুপার কাপে মহমেডানের হয়ে খেলার জন্য ছাড় পাচ্ছেন না তিনি।
সুপার কাপে ৩০ অক্টোবর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। কতটা কঠিন হবে খেলা, এই প্রশ্নে কোচ মেহরাজের বক্তব্য,‘ মরশুমের শুরু থেকেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে দল ও ফুটবলাররা। মাত্র কয়েকদিনের প্র্যাকটিসে সুপার কাপ খেলতে হবে। মাঝে ৪০ দিনের ওপর ফুটবলাররা প্র্যাকটিসের মাঝে ছিল না। স্বাভাবিকভাবেই ফিটনেসের ঘাটতি থাকবে। সেটা যতটা অতিক্রম করেই সেরা দিতে চেষ্টা করবে ফুটবলাররা। সমস্যা অনেক, তবু ফুটবলাররা মাঠে লড়বে, যেমনটা খেলেছিল ডুরান্ড কাপে। মহমেডান ক্লাবের সম্মানের কথা মাথায় রেখে। ক্লাবের সুদিন খুব শিগ্গিরি ফিরবে এই আশায়।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





