অলস্পোর্ট ডেস্কঃ দেশের অন্যতম সেরা সেন্ট্রাল মিডিও অনিরুদ্ধ থাপা-র সঙ্গে চুক্তি করল মোহনবাগান সুপার জায়ান্ট। জাতীয় দলের সদস্য এই ফুটবলারটির সঙ্গে সবুজ-মেরুনের চুক্তি হল পাঁচ বছরের। চেন্নাইয়ান এফসির হয়ে গত পাঁচ মরশুম দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন বছর ২৫ এর এই মিডিও। ভারতের হয়ে মোট ৪৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেশের জার্সিতে মোট ৪টি গোল আছে অনিরুদ্ধের।
সেন্ট্রাল মিডিও হিসেবে খেললেও অ্যাটাকিং থার্ডে সমান সাবলীল অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে গোলের পাস বাড়ানোতেও সমান দক্ষতা রয়েছে এই ফুটবলারের। যে কোনও ফর্মেশন ও স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নেওয়ার দারুন ক্ষমতা রয়েছে অনিরুদ্ধের। ভারতের জার্সিতে তিনটি বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলার পাশাপাশি সিনিয়র দলেও এখন গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। সবুজ-মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি বলেন, “ভারতীয় ফুটবলে মোহনবাগানের জার্সির ঐতিহ্য ও প্রভাব তুলনা করা যাবে না। সেই সবুজ-মেরুন জার্সি পরে মাঠে খেলতে নামব ভেবে রোমাঞ্চিত বোধ করছি। আশা করি নিজের সেরাটা দিয়ে সদস্য সমর্থকদের খুশি করতে পারব।“
কোচ খুয়ান ফেরান্দোর প্রশংসা করেছেন অনিরুদ্ধ। তিনি বলেছেন, “কোচ খুয়ান ফেরান্দোর খেলার স্টাইল সম্পর্কে আমি জানি। উনি আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করেন। এবারের মোহনবাগান দলের সুবিধা হল তারা কোচের স্টাইল সম্পর্কে কমবেশি সবাই অবগত। আমাকে সেটা রপ্ত করতে হবে। আমার স্বপ্নের জার্সিতে খেলতে নেমে আশা করি সাফল্য পাব।“
কলকাতার ক্লাবে খেলা মানেই ডার্বি নিয়ে উত্তেজনা। সেই ডার্বির রেশে মেতে রয়েছেন অনিরুদ্ধ স্বয়ং। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “যে দিন থেকে ফূটবল খেলা শুরু করেছি সেদিন থেকেই ডার্বির কথা জানতাম। আমি যখন কল্যাণীর অ্যাকাডেমিতে অনুশীলন করতাম তখন ডার্বি থাকলেই মাঠে ছুটে যেতাম। এই ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগ দেখে মুগ্ধ হয়ে যেতাম। সবাই বলত ডার্বি খেলতে হলে তারকা হতে হয়। সেই স্বপ্ন আমার এবার পূরণ হবে।“
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার