অলস্পোর্ট ডেস্ক: চেন্নাইয়ানের গত মরশুমের অধিনায়ক অনিরুদ্ধ থাপাকে নেওয়ার লড়াইয়ে ছিল মুম্বই এফসি এবং মোহনবাগান। তবে সূত্রের খবর, শেষ মুহূর্তে মোহনবাগান কর্তারা মাত দিয়েছেন। অনিরুদ্ধ থাপা চুক্তিবদ্ধ হতে চলেছেন মোহনবাগানের সঙ্গে।
সূত্রের খবর অনুযায়ী, মোহনবাগানের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি করতে চলেছেন অনিরুদ্ধ। যা খবর, তাতে করে পাঁচ বছরের চুক্তি হতে চলেছে। ২৫ বছরের জাতীয় দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার উপর অনেকদিন ধরেই নজর ছিল মোহন কর্তাদের। মিডফিল্ডকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের তরফে। ইতিমধ্যেই অনিরুদ্ধ থাপার তরফে চুক্তির বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই অফিশিয়াল এই চুক্তির বিষয়ে ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে। চেন্নাইয়ান এফসিকে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই অনিরুদ্ধ থাপাকে দলে নিতে চলেছে মোহনবাগান। সূত্রের খবর অনুযায়ী, চেন্নাইয়ান এফসিকে এই ট্রান্সফারের জন্য মোহনবাগানকে তিন কোটি টাকা দিতে হবে।
জানা যাচ্ছে, মুম্বই এফসি অনিরুদ্ধ থাপাকে দলে চুক্তিবদ্ধ করতে মুখিয়ে ছিলেন। দীর্ঘদিন ধরে দু’পক্ষের কথাও হচ্ছিল। মুম্বই একপ্রকার নিশ্চিত ছিল যে অনিরুদ্ধ থাপাকে তারাই সই করাতে চলেছে। তবে শেষমুহূর্তে সব হিসেব বদলে দিয়েছেন মোহন কর্তারা। ২৫ বছরের থাপা ২০১৬ সাল থেকে চেন্নাইয়ানের হয়ে খেলছেন। ক্লাবের হয়ে ১০০ টি ম্যাচে ও খেলা হয়ে গিয়েছে তাঁর। করেছেন ১২ টি গোল। রয়েছে ১৭ টি অ্যাসিস্ট ও। ২০১৭-১৮ মরশুমে চেন্নাইয়ানের হয়ে আইএসএলের ট্রফিও জিতেছিলেন তিনি। ‘মারিনা মাচানস’-দের হয়ে তিনি সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতেন। জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই ৩০ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার