অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত ঘোষণা হয়েই গেল। আর এই ঘোষণার সঙ্গেই শেষ হল দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনার। মোহনবাগান সুপার জায়ান্টেই যোগ দিলেন আপুইয়া। ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতেই তিনি এই মরসুমে পরবেন সবুজ-মেরুন জার্সি।
ভারতীয় ফুটবল দলের সেরা সেন্ট্রাল মিডিও লালেংমাউইয়া রালতেকে সই করিয়ে দলবদলের বাজারে এই মরসুমের সব থেকে বড় চমক দিল মোহনবাগান। ভারতীয় ফুটবলে অবশ্য তিনি আপুইয়া নামেই পরিচিত। মিজোরামের ২৩ বছর বয়সী এই তারকা মিডিওকে নিয়ে দলবদলের শুরু থেকেই টানাপড়েন চলছিল আর তাতে বাজিমাত কলকাতার ক্লাবের। সোমবারই কলকাতায় এসে শারীরিক পরীক্ষার পর তাঁর সবুজ-মেরুন জার্সি পরা নিশ্চিত হয়ে যায়।
দলের হেড কো হোসেন মলিনা আপুইয়ার আগমনে রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, “আপুইয়া দলে আসায় মোহনবাগানের মাঝমাঠের শক্তি আরও বাড়বে। গত মরসুমে নিজেকে প্রমান করেই একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন তিনি। শুধু ক্লাব নয় ভারতীয় দলের জার্সিতেও সফল হয়েছে। ও আসায় আমাদের দলের মাঝমাঠের প্রতিযোগিতা আরও বাড়বে। যা দলের পারফর্মেন্সকে আরও উন্নত করবে।”
মোহনবাগানে যোগ দিতে পেরে দারুণ খুশি আপুইয়া নিজেও। তিনি বলেন, “ভারতীয় ফুটবলে মোহনবাগানের একটা আলাদা জায়গা রয়েছে। ক্লাবের একটা ইতিহাস রয়েছে।সেই দলে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কোচ ও সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই এই জার্সি পরা। এই সুযোগ আমার ফুটবল জীবনের বড় প্রাপ্তি। মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি। সমর্থকদের মুখে হাসি ফোটাতে আমি প্রতি ম্যাচে নিজেকে উজার করে দিতে চাই।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার