অলস্পোর্ট ডেস্ক: একগুচ্ছ অপ্রত্যাশিত ঘটনা, কখনও ম্যাচের আগে কখনও ম্যাচের মধ্যেই। সব প্রতিবন্ধকতা কাটিয়ে শেষ পর্যন্ত পর পর দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতে নিল আর্জেন্টিনা। এর সঙ্গে ১৬তম কোপা আমেরিকা জমা হল আর্জেন্টিনার ঘরে। যা রেকর্ড। যদিও সময় মতো ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। রবিবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামের বাইরে ফাইনালের আগে রীতিমতো জনরোষের পরিস্থিতি তৈরি হয়। হুড়মুড়িয়ে সমর্থকরা স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করায় গেট বন্ধ করে দেওয়া হয়, যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় স্টেডিয়ামের বাইরে। যে কারণে ম্যাচ শুরুর সময় পিছতে থাকে। প্রাথমিকভাবে ৩০ মিনিট পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচ শুরু হয় প্রায় দেড় ঘণ্টা দেড়িতে।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের ফল ছিল ০-০। যদিও তার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন লিও মেসি। কার্যত এটিই ছিল তাঁর শেষ কোপা আমেরিকা। তাই তিনি পুরো ফাইনাল খেলতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় ছিল না তাঁর এবং দলের। প্রথমার্ধে চোট পেলেও তিনি চিকিৎসার পর মাঠে ফিরে আসেন। কিন্তু দ্বিতীয়ার্ধের চোট এতটাই গুরুতর হয়ে যায় যে মাঠে ফিরেও বেরিয়ে যেতে হয় তাঁকে। ৬৬ মিনিটে কাঁদতে কাঁদতে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। রিজার্ভ বেঞ্চে ফিরেও দীর্ঘক্ষণ মুখ ঢেকে বসেছিলেন। তাঁর জায়গায় নামেন নিকো গোনজালেস।
৯০ মিনিটের ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। যখন মনে হচ্ছে এবার টাইব্রেকারেই ম্যাচের ফল নির্ধারিত হবে, ঠিক তখনই সব জল্পনাকে বদলে দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা মার্টিনেজ। ম্যাচের বয়স তখন ১১২ মিনিট। একটি ফ্লিক থেকে বল পেয়ে গিয়েছিলেন তিনি। সেই বল নিয়েই প্রতিপক্ষের রক্ষণকে ছিটকে দিয়ে একক দৌঁড়ে বক্সের মধ্যে পৌঁছে গিয়েছিলেন মার্টিনেজ। আর সেখান থেকেই ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। ম্যাচ শেষে তাঁর হাতেই ওঠে কোপা আমেরিকা ২০২৪-এর গোল্ডেন বুট। টুর্নামেন্টে এই নিয়ে পাাঁচটি গোল করলেন তিনি।
তবে তখনও বাকি ছিল ম্যাচের উত্তেজনা। অতিরিক্ত সময়ের শেষে দু’মিনিটের অ্যাডেড টাইমে পেনাল্টির দাবি ওঠে কলম্বিয়ার পক্ষ থেকে। যদিও ফিল্ড রেফারি পেনাল্টি দেননি। কলম্বিয়ার দাবিতে ‘ভার’এর সাহায্য নেওয়া হয়। বেশ অনেকটা সময় নিয়েই ভার সিদ্ধান্ত দেয় ‘নো পেনাল্টি’। হাফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা। ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা ২০২৪ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের পুরস্কারঃ
সেরা প্লেয়ার- জেমস রডরিগেজ (ছ’টি অ্যাসিস্ট ও একটি গোল)
গোল্ডেন বুট- লতারো মার্টিনেজ (পাঁচ গোল)
সেরা গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ (পাঁচটি ক্লিন শিট)
ফেয়ার প্লে- কলম্বিয়া
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার