Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলআর্মান্দো সাদিকু ক্লাবের জয় সঙ্গে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে উড়ে গেলেন

আর্মান্দো সাদিকু ক্লাবের জয় সঙ্গে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে উড়ে গেলেন

অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৩-এর ফাইনালে দুরন্ত গোল করে মোহনবাগানকে জেতিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। তাও আবার দল ১০ জনে হয়ে যাওয়ার পর। তবে দলের জয়ের পিছনে ভূমিকা রেখে গিয়েছেন সকলেই। সাফল্যের উচ্ছ্বাসে ভাসছে গোটা দল। আর তার মধ্যেই দেশের প্রতিনিধিত্ব করতে আলবেনিয়া উড়ে গেলেন আর্মান্দো সাদিকু । দেশের হয়ে খেলবেন ইউরো কাপ ২০২৪-এর কোয়ালিফায়ার।

৩ সেপ্টেম্বর যেহেতু মোহনবাগানের খেলা ছিল তাই আগে দেশে পিরতে পারেননি তিনি। তবে রাত পোহাতেই কলকাতা ছাড়লেন তিনি। জাতীয় দলের ডাক উপেক্ষা করা সম্ভব নয়। সকলেই চান জাতীয় দলের জার্সি পরে আন্তর্জাতিক মঞ্চে নিজের সেরাটা দিতে। আপাতত দুটো ম্যাচ খেলবেন তিনি দেশের হয়ে। তার পর আবার ফিরে আসবেন।

ইউরো কাপ কোয়ালিফায়ারে আলবেনিয়ার প্রথম ম্যাচ ৮ সেপ্টেম্বর চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ তাঁর দেশ খেলবে ১০ সেপ্টেম্বর। যেখানে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। এছাড়া এই গ্রুপে রয়েছে মলদোভা ও ফারো আইল্যান্ড। গ্রুপ শীর্ষে রয়েছে চেক প্রজাতন্ত্র। দ্বিতীয় স্থানে রয়েছে আলবেনিয়া। তিন ম্যাচ খেলে দলের পয়ে্ট ৬। এই দুটো ম্যাচ জিতলে ভাল জায়গায় চলে যাবে দল।

সাদিকুর স্কোরিং ক্ষমতাও তাঁর দেশের কাজে লাগবে অবশ্যই। সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর অসাধারণ গোল হয়তো দেখেছে তাঁর দেশের ফুটবল কর্তারা। সে কারণেই হয়তো তাঁকে দলে ডেকে নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর দলের প্রতিনিধিত্ব করে আবার তিনি ফিরে আসবেন কলকাতায়। এর পর রয়েছে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ। জানা গিয়েছে এদিন কলকাতা ছেড়েছেন জেসন কামিন্সও। শোনা যাচ্ছে তিনি নাকি দুবাই গিয়েছে বেড়াতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments