অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার নয়া দিল্লিতে আসন্ন এশিয়ান গেমস ২০২৩-এর জন্য ২২ সদস্যের ভারতীয় মহিলা ফুটবল দল ঘোষণা করে দিল ফেডারেশন। দলের প্রাক্তন অধিনায়ক এবং তারকা স্ট্রাইকার বালা দেবী চার বছরের বিরতির পরে ভারতীয় মহিলা ফুটবল দলে ফিরলেন। বালা দেবী শেষবার ভারতের হয়ে ২০১৯-এ কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান গেমসে খেলেছিলেন। বালা দেবীর অন্তর্ভুক্তি এই ভারতীয় দলের অভিজ্ঞতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। চিনের হ্যাংঝৌয়ে হতে যাওয়া এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের দুই ফুটবল দল অনেক কাঠ-খড় পুড়িয়ে খেলার সুযোগ পেয়েছে। তাই কোনওভাবেই সেখান থেকে লড়াই না দিয়ে ফিরবে না দল। বালা দেবীর ২০০৫ থেকে ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে।
বালা দেবীর গোল করার দক্ষতার কারণে তিনি ২০২০-তে স্কটিশ মহিলা প্রিমিয়ার লিগ ক্লাব রেঞ্জার্সের সঙ্গে ১৮ মাসের চুক্তিতে সেই ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলেন। সেখানে তিনি নিজের জাত চিনিয়েছেন। তিনি রেঞ্জার্সের হয়ে ন’টি ম্যাচ খেলেছেন এবং দু’টি গোল করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ইউরোপের পেশাদার ক্লাবের হয়ে খেলছেন এবং গোল করেছেন৷
স্কটিশ লিগে তাঁর প্রথম গোলটি আসে ৬ ডিসেম্বর, ২০২০-তে। মাদারওয়েলের কাছে রেঞ্জার্সের হয়ে ৯-০ গোলে জয়ের ম্যাচে। কিন্তু সেখানে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি চোটের কারণে। এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট)-এ চোট এবং পরবর্তীতে অস্ত্রোপচারের কারণে রেঞ্জার্সে তিনি আর ম্যাচ খেলার সুযোগ পাননি সেই চুক্তিতে। অস্ত্রোপচারের পর তিনি দীর্ঘদিন বিশ্রামে ছিলেন। সুস্থ হয়ে যোগ দিচ্ছে জাতীয় দলের সঙ্গে।
বালা দেবী, যিনি তিনবার এআইএফএফ বর্ষসেরা মহিলা খেলোয়াড় হিসাবে মনোনীত হয়েছেন, এই বছরের শুরুতে চেন্নাইয়ে প্রধান কোচ টমাস ডেনারবির দ্বারা আয়োজিত একটি জাতীয় শিবিরের মাধ্যমে তার বহু প্রতীক্ষিত ফিরে আসা সাফল্যের মুখ দেখল। পরবর্তীকালে, বালা দেবীও ভারতীয় মহিলা লিগে ওড়িশা এফসি-এর সঙ্গে এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেন।
এশিয়ান গেমস ২০২৩-এ, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ডের সঙ্গে ভারত বি গ্রুপে রয়েছে।
এশিয়ান গেমস ২০২৩-এর জন্য ভারতীয় মহিলা ফুটবল দল: বালা দেবী, অস্তম ওরাওঁ, জ্যোতি, মনীষা, রেণু, রিতু রানী, সঞ্জু, সঙ্গীতা বাসফোর, এলাংবাম চানু, ডালিমা ছিব্বার, গ্রেস ডাংমেই, সৌম্য গুগুলথ, শ্রেয়া হুডা, ইন্দুমাথি দেবী, কাথি, কাথিল প্রিয়াংকা দেবী, এন সওমিয়া, সুইটি দেবী, আর সন্ধ্যা, রঞ্জনা চানু, অঞ্জু তামাং, প্যারি জাক্সা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার