সুচরিতা সেন চৌধুরী: প্রথম আইএসএল, প্রথম আইএসএল ডার্বি, মহমেডান এসসির কাছে এই ম্যাচ যে কারণে অনেকবেশি গুরুত্বপূর্ণ। সঙ্গে গত ম্যাচ জিতে আত্মবিশ্বাসও রয়েছে দারুণ জায়গায়। এই অবস্থায় প্রথম আইএসএল-এর প্রথম ডার্বি ঘিরে মহমেডান এসসি কোচ আন্দ্রে চের্নিশভ রীতিমতো টগবগ করে ফুটছেন। প্রতিপক্ষ মোহনবাগানের প্রতি সম্মান রেখেও বলছেন, “আমরা তৈরি। আমরা আমাদের সেরাটাই দেব। তবে হ্যাঁ, এটা ডার্বি, অন্য ম্যাচ, অন্য অনুভূতি। ক্লাব কর্তৃপক্ষ থেকে সমর্থক, সবাই এই ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকবে।” তাঁর কাছে আইএসএল-এর প্রথম ডার্বি ততটাই গুরুত্বপূর্ণ। তিনি সমর্থকদের উদ্দেশেও মাঠে এসে খেলা দেখার অনুরোধ জানালেন, সঙ্গে সমর্থনেরও।
আইএসএল-এর প্রথম তিন ম্যাচে মহমেডানের ঝুলিতে রয়েছে চার পয়েন্ট। পয়েন্টের নিরিখে একই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিপক্ষও। সেদিক থেকে দেখতে গেলে শনিবারের যুবভারতীতে কলকাতা ডার্বির লড়াই সমানে সমানে। কিন্তু পারফর্মেন্সের নিরিখে অল্প হলেও এগিয়ে মহমেডান। প্রথম ম্যাচেই সেই ইঙ্গিত দিয়ে দিয়েছিল সদা-কালো ব্রিগেড। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ মুহূর্তে হারের মুখ দেখতে হলেও নজর কেড়ে নিয়েছিলেন মহমেডান ফুটবলাররা। তার পরের ম্যাচে অতিরিক্ত সময়ে গোলহজম করে ম্যাচ ড্র করলেও আত্মবিশ্বাস হারায়নি দল। চেন্নাইয়ে গিয়ে চেন্নাইয়ন এফসিকে হারিয়েই কলকাতায় ফিরেছে আর এবার প্রতিপক্ষ মোহনবাগান। চেন্নাই ম্যাচের পর সমর্থকরা যে আনন্দ পেয়েছিল সেই আনন্দই মোহনবাগান ম্যাচের পরও দিতে চান তিনি।
মহমেডান কোচ বলছিলেন, “ওদের দলে অনেক প্লেয়ার রয়েছে। খুব ভাল সব ভারতীয় দলের প্লেয়ার রয়েছে। এছাড়া বিদেশিরাও খুব ভাল। একজন বা দু’জনকে নিয়ে আলাদা করে ভাবার কোনও জায়গা নেই যখন আমরা মোহনবাগানের বিরুদ্ধে খেলছি।” তবে খেলাটা যখন মোহনবাগানের বিরুদ্ধে তখন স্ট্র্যাটেজিতেও যে বদল আনতে হবে তা নিয়ে কোনও সংশয় নেই। তবে প্লেয়ারদের সঙ্গে আলোচনার পরই মোহনবাগানের বিরুদ্ধে ছক তৈরি করবেন তিনি। তবে তাঁর দলকে যে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে তা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, “ওদের রক্ষণের সমস্যা রয়েছে ওরা হয়তো সেখানে পরিবর্তন আনতে পারে। তাই আমাদের সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। এটা অন্য একটি ম্যাচ। সব ম্যাচ আলাদা। তাই খেলায় বদল তো আসবেই।”
এর সঙ্গে নিজেদের উপর বিশ্বাস রাখার কথাও বলছেন তিনি। যে ফুটব তাঁর দল খেলেছে তাতে আত্মবিশ্বাস যে বেড়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর এর নেপথ্যে রয়েছে নিজেদের উপর বিশ্বাস। বলছিলেন, “নিজের উপর আস্থা রাখতে হবে, প্লেয়ারদের উপরও বিশ্বাস রাখতে হবে। এই ম্যাচের ক্ষেত্রেও সেটাই ধরে রাখতে হবে। আমরা ভাল দল ওরাও ভাল দল। আমরা একটা ভাল ম্যাচের জন্য তৈরি।” তাই মোহনবাগানকে সমীহ করলেও আত্মবিশ্বাসে ঘাটতি নই মহমেডানের। সঙ্গে খেলায়ও পরিবর্তন দরকার আছে বলে মনে করছেন না তিনি, সে ভিন্ন দল বা ভিন্ন মাঠ যাই হোক না কেন। ৬০-৬৫ হাজারের গ্যালারির সামনে খেলার অভিজ্ঞতা নিয়েই উত্তেজিত তিনি। তাঁর কথায়, যতদিন যাবে দল তত শক্তিশালী হবে। যার প্রভাবও দেখা যাবে খেলায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার