সুচরিতা সেন চৌধুরী: সময়টা ভাল যাচ্ছে না মোহনবাগানের। তার মধ্যে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের বিদায়ে প্রশ্ন উঠে গিয়েছে হোসে মোলিনার ভবিষ্যত নিয়েও। তবে এখনই তা নিয়ে ভাবতে নারাজ মোলিনা। বরং বলছেন দলটাকে সময় দিতে হবে। প্রতিপক্ষ মহমেডানের বিরুদ্ধে আইএসএল ২০২৪-২৫-এর প্রথম ডার্বি খেলতে নামার আগে মোটেও অ্যাডভান্টেজে নেই মোহনবাগান। যদিও পয়েন্টের নিরিখে একই জায়গায় দাঁড়িয়ে দুই দল। একটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে মোট চার পয়েন্টে রয়েছে মোহনবাগান। একই ফল প্রতিপক্ষ মহমেডানেরও। যদিও তুলনামূলকভাবে মোহনবাগানের থেকে ভাল ফুটবল খেলেছে মহমেডান। সেক্ষেত্রে একটু হলেও চাপে থাকবে মোহনবাগান। যদিও মহমেডান কোচ বলছেন, হেরে খেলতে নামা দল মুখিয়ে থাকবে তাই অনেকবেশি কঠিন।
মোহনবাগান শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ০-৩ গোলে হেরে মহমেডানে বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে। আর সেটাই ভাবাচ্ছে মহমেডান শিবিরকে। অন্যদিকে মোহনবাগানের গোলের মূল কারিগর জেসন কামিংস মনে করছেন, এটাই মোক্ষম সময় তাঁদের ঘুরে দাঁড়ানোর। বলছিলেন, “ঘরের মাঠে, ঘরের দলের বিরুদ্ধে, হোম ক্রাউডের সামনে সেরা সুযোগ আমাদের জন্য। কারণ ঘরের মাঠ, ভর্তি স্টেডিয়াম থাকবে এই ম্যাচে। আমি জানি শেষ ম্যাচ আমাদের ভাল যায়নি। তা এই ম্যাে ঘুরে দাঁড়াাতে হবে।”
তিনি নিশ্চিত দল ঘুরে দাঁড়াবেই। কোচ এবং দলের সবাই সেই চেষ্টাই করছে।একটু সময় হয়তো লাগছে। তিনি বলছিলেন, “আমরা একে অপরের সঙ্গে মানিয়ে নিচ্ছি, বোঝাপড়া তৈরি হচ্ছে। আমরা জানি আমরা আরও ভাল করতে পারি। এটাও জানি প্রত্যাশা অনেকবেশি।” তবে শুধু রক্ষণের সমস্যা মানতে নারাজ তিনি। বরং নিজের দিকেই আঙুল তুলে বলছেন, “আমাদের রও সুযোগ তৈরি করতে হবে। ক্লিনশিটও হবে। এই মরসুমটা খুবই কঠিন। সব দল ভাল খেলছে।” এই কারণেই হয়তো প্রতিযোগিতাটা আরও বেশি এই মরসুমে। তবে দলের পাশে দাঁড়িয়ে কামিন্স বলছেন, “দলে নতুন কোচ, নতুন প্লেয়াররা রয়েছে। আমরা খুবই খাটছি। আমরা ভাল করব।”
মোহনবাগানে নিশ্চিত খেলতে পারবেন না সামাদ। তবে কোচ বলছিলেন, মনবীরের আগের দিন অনুশীলনে হালকা চোট লেগেছে। এদিন অনুশীলেনর পর তাঁকে দেখে সিদ্ধান্ত নেবেন। যদিও এদিন পুরো সময়টাই অনুশীলন করলেন তিনি দলের সঙ্গে। হয়তো প্রথম দলেই দেশা যেতে পারে তাঁকে। বাকি সবাইকেই দলে পাচ্ছেন। তবে সেখান থেকে ২০জনকে বেছে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাঁর জন্য। তিনি বলেন, “আমাদের জন্য এই ম্যাচ সহজ হবে না। তবে ভাল ম্যাচ হবে আশা করছি। এবং মহমেডানকে হারানোর চেষ্টা করব।”
নিজেদের ভুলও মেনে নিয়েছেন তিনি। বলছিলেন, “প্রতিপক্ষ গোল করছে আমাদের ভুলে। আমিরের আরও ধারাবাহিক হতে হবে। জয় দরকার।” যেটা ঘরের মাঠে মহমেডানের বিরুদ্ধে তুলে নিতে চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে তিনি যে তাঁর দল নিয়ে খুশি সেটাও স্পষ্ট করে জানিয়ে দিলেন। বলছিলেন, “আমি আমির প্লেয়ারদের নিয়ে খুশি। আমাদের কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমরা সব ম্যাচ জিততে চাই, প্লেয়াররাও চায় সেটাই।”
এদিকে ইরানে এসিএল টু-এর ম্যাচ খেলতে গেলে শুক্রবারই দেশে ফিরত মোহনবাগান। তাঁর পরই কোনও প্রস্তুতি ছাড়াই নেমে পড়তে হতো মহমেডানের বিরুদ্ধে। কিন্তু ইরানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আইএসএল ম্যাচের দিকে বেশি করে মনোনিবেশ করা গিয়েছে সেটা মেনে নিলেন কোচ। তিনি বলছেন, “ইরানে খেলতে গেলে ট্র্যাভেলের ক্লান্তি থাকত।” সেদিক থেকে মহামেডান ম্যাচের আগে অনেকটাই সময় পেয়েছে মোহনবাগান নিজেদের ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার