সুচরিতা সেন চৌধুরী: লিগ টেবলের নিচের থেকে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে শেষ মুহূর্তে ড্র করে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস একটা বড় ধাক্কা খেয়েছে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে যে অস্কার ব্রুজোঁ সুপার সিক্স নিয়ে স্বপ্ন দেখছিলেন সেই কোচই ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামার আগে সুপার সিক্স নিয়ে ভাবতে চাইছেন না। বরং বলছেন, “বার বার সুপার সিক্স, সুপার সিক্স করে চিৎকার করলে চাপ তৈরি হবে। আমি একটা করে ম্যাচ নিয়ে ভাবতে চাই। তাই আমরা সুপার সিক্সে পৌঁছতে পারব কি না সেটা এখনই বলা সম্ভব নয়। এটা বলতে পারি আমরা সুপার সিক্সের পৌঁছতে চাই।”
দলের পারফর্মেন্স নিয়ে যখন বার বার প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠছে আইএসএল ২০২৪-২৫-এ কোথায় শেষ করবে ইস্টবেঙ্গল তখন অতীত ঘেঁটে একটাই কথা মনে করিয়ে দিচ্ছেন অস্কার ব্রুজোঁ। এদিন সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে তাই হিসেব কষে একটাই কথা বলছেন কোচ, “আইএসএল-এর প্রথম ছয় ম্যাচ থেকে আমরা কোনও পয়েন্ট পাইনি। যেটা এক ধাক্কায় আমাদের সব দলের থেকে অনেকটা পিছিয়ে দিয়েছিল। সেখান থেকে নিজেদের তুলে এনে ঘুরে দাঁড়ানোর চেষ্টাই আমরা করছি, যেটা কঠিন। তবে গত বছরের শেষ মাসটা আমাদের জন্য ভাল গিয়েছে। আর এই ২০২৫ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
তাঁর মতে, এই ২০২৫ শুধু এই মরসুমের জন্য নয়, পুরো ইস্টবেঙ্গল দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই বছরের পারফর্মেন্সের উপর অনেক কিছুই নির্ভর করছে। চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গল প্রথম পয়েন্ট পেয়েছিল সপ্তম ম্যাচে মহমেডানের বিরুদ্ধে। সেই ম্যাচে রেফারিং নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। তার পরও বেশ কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারির ভূমিকা প্রশ্নাতীত ছিল না। কোচ সরাসরি কখনওই রেফারির বিরুদ্ধে মুখ খোলেননি, তবে এদিন বলে দিলেন, “ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে কার জন্য দলের পারফর্মেন্স কেমন হচ্ছে, সেটা প্লেয়ার, কোচ বা রেফারি।”
ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জেতে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল যখনই একটা ম্যাচ জিতেছে তার পরের ম্যাচটাও জিতে জয়ের হ্যাটট্রিকের জন্য নেমেছে কিন্তু হতাশ করেছে। এবারও নর্থইস্টের পর চেন্নাই ম্যাচ জিতে ওড়িশার কাছে হেরে যায়। এর পরের ম্যাচেই আবার জয়ে ফেরে পঞ্জাব এফসির বিরুদ্ধে। পরের ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে জিতে আবারও জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে হায়দরাবাদের সঙ্গে ড্র। এবার আবার জয়ে ফেরার লক্ষ্যে মুম্বইয়ের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। তার আগে দলে অনেক সমস্যা মেনে নিচ্ছেন কোচ। চোট-আঘাতে জর্জরিত দলের একাংশ। মাদিহ তালাল আগেই মরসুমের জন্য ছিটকে গিয়েছে। সল ক্রেসপো ডার্বির আগেই ফিরছেন। ভিস সমস্যায় আটকে রয়েছেন তিনি বলে জানালেন কোচ। সঙ্গে আরও একটা প্রশ্ন ঘুরছে সেটা হল, তালালের জায়গায় নতুন বিদেশি কবে আসছেন? কোচ তা নিয়ে অন্ধকারে, কারণ তিনি বার বারই সেই প্রশ্ন ঠেলছেন কর্তাদের দিকে। এদিকে এই সৌভিক চক্রবর্তীর খেলা নিয়ে দোটানায় কোচ।
এই মুহূর্তে দাঁড়িয়ে ঘরের মাঠে তিন পয়েন্টের জন্যই যে তিনি নামবেন তা নিয়ে কোনও সংশয় নেই। তবে মুম্বইকে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছেন না তিনি। সদ্য আগের ম্যাচে বড় ব্যবধানে হারের পর তারাও ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। তাই লড়াইটা যে সহজ হবে না তা তিনি জানেন। তাই বলছিলেন, “ওদের দল খুব ভাল। আক্রমণাত্মক ফুটবল খেলে, ওদের মাঝ মাঠও ভাল। ৪-৩-৩-এ বেশিরভাগ সময় দল সাজায়।” কোচের কথার রেশ ধরে দলের অভিজ্ঞ ডিফেন্ডার হেক্টর ইউয়েস্তেও বলছিলেন, “ওরা কঠিন। দল। তবে আমরা আমাদের দল নিয়ে কাজ করছি। আমরা সেরা ছ’য়ের জন্য চেষ্টা করছি। আমরা ১৪ পয়েন্টে রয়েছি শেষ কয়েকটা ম্যাচে আমরা ভাল করেছি। সেটা ধরে রাখতে হবে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.c
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার