অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশা ছিল, সেই মতোই ছুটতে শুরু করে দিল সঞ্জয় সেনের বাংলা। সন্তোষ ট্রফির বাছাই পর্বের প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল বাংলা। শনিবার কল্যানী স্টেডিয়ামে ঝাড়খণ্ডকে ৪-০ গোলে হারিয়েই দাপটের সঙ্গে শুরু করল। এদিন বাংলাকে সমর্থন করতে স্টেডিয়াম ভরিয়েছিলেন সমর্থকরা। দলের জন্য সারাক্ষণ গলা ফাটিয়ে গেলেন তারা। হতাশ করেননি ফুটবলাররাও।
প্রথমার্ধের সংযোজিত সময়ে মনতোষ মাঝির গোলে এগিয়ে যায় বাংলা। প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করায় দ্বিতীয়ার্ধে অনেকবেশি আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে নামতে পেরেছিল দল। যার ফল দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। এর অল্প সময়ের মধ্যে রবি হাঁসদা তাঁর দ্বিতীয় গোল করে ৩-০ করেন বাংলার হয়ে।
খেলার শেষ দিকে চতুর্থ গোল করেন নরহরি শ্রেষ্ঠা। যা বাংলাকে ৪-০ গোলে এগিয়ে দেয়। পুরো ম্যাচে প্রতিপক্ষ ঝাড়খণ্ড তেমন কিছুই করতে পারেনি। ভাঙতে পারেনি বাংলার শক্ত রক্ষণ। ৪-০ জিতে দ্বিতীয় ম্যাচের আগে রীতিমতো তৈরি সঞ্জয় সেনের বাংলা।
এর আগে গ্রুপ লিগের প্রথম খেলায় বিহার ২-১ গোলে হারায় উত্তর প্রদেশকে। বাংলার পরের খেলা সোমবার উত্তর প্রদেশের বিরুদ্ধে। প্রথম ম্যাচে জয়ে খুশি দলের কোচ সঞ্জয় সেন। তিনি বলেন, “প্রথম ম্যাচে জয়টা খুব ভাল দিক। অনেকগুলো গোলের পাশাপাশি গোলের সুযোগ তৈরি হয়েছে।”
এদিন বাংলার প্রথম ম্যাচ দেখতে কল্যানী স্টেডিয়ামে দর্শকের উপস্থিতির পাশাপাশি আই এফ-এর গভর্নিং বডির সদস্যরা, বিভিন্ন কমিটির সদস্যরা এবং প্রাক্তন ফুটবলাররা বাংলা দলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন। ছিলেন অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি, মহম্মদ রফিকের মতো ফুটবলাররা। দলের খেলায় খুশি সকলেই। তাঁদের উপস্থিতিও দলের জন্য প্রেরণার।
(ছবি ও তথ্য আইএফএ)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার