Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলশেষ মুহূর্তের গোলে কেরালাকে হারিয়ে বছরের শেষ দিন সন্তোষ ট্রফি উপহার বাংলার...

শেষ মুহূর্তের গোলে কেরালাকে হারিয়ে বছরের শেষ দিন সন্তোষ ট্রফি উপহার বাংলার ফুটবলপ্রেমীদের

অলস্পোর্ট ডেস্ক: অসাধারণ একটা মুহূর্ত লেখা হল হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে। ছ’মিনিটের অতিরিক্ত সময় শেষের বাঁশি বাজতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙল। শেষ পর্যন্ত শুরুর সাফল্য ও লড়াইকে ধরে রেখেই শেষ হাসি হাসল বাংলা ফুটবল দল। ছয় মিনিটের অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। ততক্ষণে পেরিয়ে গিয়েছে ম্যাচের ৯০ মিনিট। ম্যাচের ফল গোলশূন্য। অতিরিক্ত সময়ের ঘড়ির কাটা দৌঁড়চ্ছে দ্রুত গতিতে, ঠিক তখনই দুরন্ত কামব্যাক বাংলার। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার রবি হাঁসদার পা থেকেই এল সন্তোষ ট্রফি ২০২৪ ফাইনালের একমাত্র গোল। সন্তোষ ট্রফি ২০২৪ ফাইনালে ১-০ গোলে কেরালাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলা। বছরের শেষ দিন বাংলার ফুটবলপ্রেমীদের জন্য এর থেকে ভাল উপহার আর কিছুই হতে পারে না। ৭৮তম সন্তোষ ট্রফিতে ৩৩ বারের চ্যাম্পিয়ন বাংলা।

২০২৪-এর শেষ দিন সন্তোষ ট্রফি ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা ও কেরালা। দুই দলই পুরো পর্বে দাপটের সঙ্গে খেলেই ফাইনালে পৌঁছেছিল। যদিও সেমিফাইনালে বাংলার খেলা কোচকে চিন্তায় রাখার মতই ছিল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরও একটা দলকে দ্বিতীয়ার্ধে দু’গোলে হজম করতে হয়, তার মধ্যে একটা সেমসাইড। তবে এদিন ভুল তেমন না করলেও দুই দলকেই দেখা গেল সেফ ফুটবল খেলতে। কোনও আক্রমণই শেষ পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণে চাঞ্চল্য তৈরি করতে পারল না। প্রথমার্ধে কেরালার একটা কর্নার বাংলা বক্সের কিছুটা সমস্যা তৈরি করলেও এদিন বাংলার ডিফেন্ডাররা রীতিমতো তৎপর ছিলেন। নজর কাড়লেন রবিলাল মাণ্ডি।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও দুই দলের বেশিরভাগ সময়ই কাটল মাঝমাঠে বল আদানপ্রদান করে। ৮০ মিনিটে বাংলার সামনে একটা সুযোগ এসেছিল কিন্তু সতর্ক ছিলেন কেরালার ডিফেন্ডাররা। দু’মিনিট পর আবারও সুযোগ এসে গিয়েছিলেন। কর্নারের বিনিময়ে সেই বল ক্লিয়ার করে কেরালা। পর পর কর্নার কাজে লাগাতে পারেনি বাংলার ছেলেরা। কিন্তু শেষ পর্যন্ত বাংলার মুখে হাসি ফোটালেন সেই রবি হাঁসদা। কেরালার রক্ষণকে ঠান্ডা মাথায় ফাঁকি দিলেন তিনি। টুর্নামেন্ট শেষে নামের পাশে ১২ গোলে নিয়ে সর্বোচ্চ স্কোরার তিনিই। ম্যাচ ও টুর্নামেন্টের সেরা তিনিই।

বাংলা দল: সৌরভ সামন্ত, বিক্রম প্রধান, অয়ন মণ্ডল, জুয়েল মজুমদার, রবিলাল মাণ্ডি, চাকু মাণ্ডি, আদিত্য থাপা, আবু সুফিয়ান শেখ (ইসরাফুল দিওয়ান), সুপ্রদীপ হাজরা, মনোতোষ মাঝি, রবি হাঁসদা

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments