অলস্পোর্ট ডেস্ক: সন্তোষ ট্রফির কোয়ালিফাইং পর্বের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল বাংলা ফুটবল দল। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে দাপুটে জয়ের নজির রাখল সঞ্জয় সেনের ছেলেরা। এক কথায় কল্যানী স্টেডিয়ামে গোলের বন্যা দেখা গেল। সঙ্গে দু’জনে মিলে করলেন সাত গোল। পাশাপাশি পর পর দুই ম্যাচে ক্লিনশিট ধরে রাখল বাংলা দল।
সোমবার সন্তোষ ট্রফির বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ৭-০ গোল হারিয়ে দিল বাংলা। শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল বাংলার ছেলেরা। যার ফল ৮ মিনিটেই মনতোষ মাঝি প্রথম গোলের মুখ খুলে ফেলেন। ১-০ গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেয় বাংলা। ১১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রবি হাঁসদা। তার পর থেকে গোল করার ক্ষেত্রে রবি ও মনোতোষ এর যুগলবন্দী শুরু হয়। যার দৌলতে বিরতির আগেই ৫-০ গোলে এগিয়ে যায় বাংলা।
প্রথমার্ধের খেলা যেখানে শেষ করেছিল সেখান থেকেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বাংলা। মাত্র দু’মিনিটই খেলা হয়েছিল। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রবি হাঁসদা। শেষ পর্যন্ত খেলার ফলাফল বাংলার অনুকূলে ৭-০। রবির ঝুলিতে এল চার গোল, মনোতোষের তিন। এর আগে সোমবার সকালে অন্য ম্যাচে ঝাড়খণ্ড ৫-৩ গোলে বিহারকে হারায়। টানা দুই ম্যাচে জয়ের ফলে বাংলা এখন গ্রুপ শীর্ষে রয়েছে। বুধবার গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলা বিহারের মুখোমুখি হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার