অলস্পোর্ট ডেস্ক: তাঁর হাতে একটা ফুটবল দল পড়লে তা কীভাবে বদলে যেতে পারে তা বার বার প্রমাণ করেছেন কোচ সঞ্জয় সেন। সে বড় দল হোক বা ছোট, ক্লাব দল হোক বা রাজ্য়। সঞ্জয় সেনের অধিনে নিজদের উজার করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন ফুটবলাররা। তা আরও একবার প্রমাণ করে দিল বাংলা ফুটবল দল। ঘরের মাঠে যোগ্যতা নির্ণায়ক পর্বে দাপটের সঙ্গে খেলার পর হায়দরাবাদের মূল পর্বেও সেই দাপট ধরে রেখেই সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা ফুটবল দল। গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে সার্ভিসের বিরুদ্ধে ১-০ গোলে জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলা।
বৃহস্পতিবার হায়দরাবাদের ডেকান এরিনায় কোয়ার্টার ফাইনালে ওড়িশার মুখোমুখি হয়েছিল বাংলা। সেখানে তাঁরা ৩-১ গোলে হারিয়ে দিল ওড়িশাকে। এই জয়ের সঙ্গেই সেমিফাইনালে পৌঁছে গেল দল। এদিন বাংলার হয়ে গোল তিনটি করেন নরহরী শ্রেষ্ঠা, রবি হাঁসদা ও মনোতোষ মাঝি। ম্যাচের সেরা হয়েছেন নরহরী। ট্রফি থেকে আর মাত্র দুই ম্যাচ দুরে দাঁড়িয়ে বাংলা। সঞ্জয় সেনের হাত ধরে এবার ট্রফির স্বপ্ন দেখছে বাংলার ফুটবল।
এদিন ম্যাচের ২৪ মিনিটে রাকেশ ওঁরাওয়ের গোলে পিছিয়ে পড়েছিল বাংলা। যখন বাংলার রক্ষণ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল। যা সেমিফাইনালে নামার আগে নিশ্চই শুধরে নেবেন কোচ সঞ্জয় সেন। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে দল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অনবদ্য গোল করে দলকে অক্সিজেন দেন নরহরী শ্রেষ্ঠা। এর পর ৭৭ মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়ে গিয়ে কিছুটা স্বস্তি ফিরে পায় দল। শেষ পর্যন্ত একদম শেষ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে ওড়িশার সব আশায় জল ঢেলে দেন মনোতোষ মাঝি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার