Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলভূমিপুত্র কোথায়? প্রশ্ন তুলে দিলেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী

ভূমিপুত্র কোথায়? প্রশ্ন তুলে দিলেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী

অলস্পোর্ট ডেস্ক: এসেছিলেন ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে। সেখানেই উঠে এল বাংলার ব্যর্থতার কথা। যখন ডুরান্ড কাপের প্রচারে সাংবাদিকদের আরও বেশি করে এগিয়ে আসতে বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তখন এটাও পরিষ্কার করে দিলেন কোন নিয়মের বেড়াজালে আটকে রয়েছে বাঙালি ক্রীড়াবিদদের সাফল্য। এক কথায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলার সমস্যা।

তিনি বলেন, “আমরা শেষ কবে সন্তোষ ট্রফি জিতেছি মনে নেই অনেকেরই। সন্তোষ ট্রফি জয়ের বিচারে ৫০ শতাংশ সাফল্য বাংলার। সেখানে এখন আমরা চ্যাম্পিয়ন হইনি কতবছর হয়ে গিয়েছে।”

এই মুহূর্তে কলকাতা প্রিমিয়ার লিগ চলছে। সাধারণত কলকাতার তিন বড় ক্লাব তাদের জুনিয়র দলই খেলাচ্ছে গত কয়েকবছর ধরে। যার ফলে বেশ কীভাবে নতুন মুখ উঠে এসেছে ঠিকই কিন্তু আইএফএ-র প্রিমিয়ার লিগের প্লেয়ার খেলানোর নিয়ম নিয়ে ক্রীড়ামন্ত্রী যে একমত নন সেটাও কোনও রাখঢাক না করেই বলেছেন।

তিনি বলেন, “এই যে কলকাতা লিগ চলছে সেখানে আইএফএ নিয়ম করেছে সাত জনের বেশি বাইরের প্লেয়ার খেলতে পারবে না। তাহলে পড়ে থাকল চারজন। চারজন থেকে ক’টা প্লেয়ার উঠবে।” শুধু ফুটবল নয় ক্রিকেটকেও একহাত নিয়েছেন তিনি। মনোজ তিওয়ারিকে পাশে বসিয়েই তিনি প্রশ্ন তুলেছেন, “আমরা কতদিন রঞ্জি ট্রফি জিতিনি? ক’জন বাঙালি প্লেয়ার খেলেন বাংলার হয়ে?”

সব মিলে ডুরান্ডের মঞ্চ থেকেই বার্তা দিয়ে রাখলেন তিনি। পাশাপাশি এও জানিয়ে রাখলেন, সরকারের তরফে বাংলা জুড়ে বিভিন্ন খেলার একাধিক অ্যাকাডেমি ইতিমধ্যেই তৈরি হয়েছে আরও বেশ কিছুর কাজ চলছে। খেলা যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বুঝিয়ে দিলেন বার বার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments