অলস্পোর্টস ডেস্ক: সাড়াজাগানো ফুটবল খেলে অনূর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ বি সি রায় ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। বুধবার ফাইনালে মণিপুরের কাছে ০-৩ গোলে হেরে রানার্স হয়। তবে বাংলা এই হার হজম করতে নারাজ। মণিপুরের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ আনল। আইএফএর তরফে জানানো হয়েছে, মণিপুর বেশি বয়সের ৩জন ফুটবলারকে খেলিয়ে জিতেছে। এআইএফএফের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সুবিচারের প্রার্থনা জানিয়েছে তারা, একইসঙ্গে মণিপুরের শাস্তির দাবি।
১৭ মিনিটে লুরেমবাম নাওচা সিংয়ের গোলে এগিয়ে যায় মণিপুর। ৩৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়ায় এনগায়েঙ্গমি কাসুং। ৯২ মিনিটে আমোম ক্রিশ সিংয়ের তৃতীয় গোলে মণিপুরের জয় নিশ্চিত হয়। মণিপুরের হয়ে খেলা ফুটবলারদের মধ্য ৩জনের বয়স বেশি বলে দাবি জানিয়ে অভিযোগ করেছে বাংলা। এরা হল ৪ নম্বর জার্সির অ্যালেক্স ওইনাম, ৫ নম্বর জার্সির ওইনাম বেল্টন সিং, ১৩ নম্বর জার্সির তোনজাম স্ট্যালোন মিতেই। এদের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ প্রমাণিত হলে এই ফুটবলাররা তো নির্বাসিত হবেই, একইসঙ্গে চ্যাম্পিয়নশিপ ট্রফি খোয়াবে। আর মণিপুর রাজ্য ফুটবল সংস্থা নির্বাসন থেকে বড়রকম আর্থিক জরিমানার মুখে পড়তে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





