অলস্পোর্ট ডেস্ক: দল বদলের বাজারে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিলেন আন্তোনিও লোপেজ হাবাস । ক্লাব ফুটবলে যে সব বিদেশি কোচ বড় সাফল্য পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হাবাস। কলকাতায় কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। তাঁর কোচিংয়ে খেলেছে এটিকে। এবার মোহনবাগানের হয়ে বড় দায়িত্বে তিনি। স্প্যানিশ এই কোচকে ক্লাবের সব দলের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে।
শক্তিশালী দল গড়ার পাশাপাশি এবার ক্লাবের ইয়ুথ ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। যুব ও বয়সভিত্তিক দল্গুলি থেকে ভাল ফুটবলার তুলে আনাই লক্ষ্য ক্লাবের। ইতিমধ্যেই কলকাতা লিগে খেলার জন্য ডেভেলপমেন্ট টিম অনুশীলন শুরু করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন বয়সভিত্তিক দল গড়ার কাজ চলছে। সব টিমকে পর্যবেক্ষণ করে মতামত ও উন্নতির পরামর্শ দেবেন হাবাস।
কলকাতায় কোচিং করিয়ে যাওয়া সফল কোচ মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তির পর উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “আমি সম্মানিত দলের কর্ণধার আমাকে কাজ করার জন্য নির্বাচিত করেছেন। আমার কোচিং জীবনের সেরা সময় কলকাতায় কাটিয়েছি। এখানকার মানুষ ফুটবলপ্রেমী। তারা আমায় যেভাবে স্বাগত জানিয়েছে তা ভোলার নয়। মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবল উন্নতির জন্য আমি টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করব।’’ উল্লেখ্য হাবাসের কোচিংয়ে এর আগে ২০১৪ এবং ২০১৯-২০ মরসুমে এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে।
প্রশ্ন একটাই হাবাসকে এনে কি জুয়ান ফেরান্দোকে কোনও বার্তা দিতে চাইল মোহনবাগান নাকি লক্ষ্য চাপে রাখা?
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার