অলস্পোর্ট ডেস্ক: ট্রান্সফার উইন্ডো খুলতেই পর পর গুরুত্বর্পূণ প্লেয়ারদের তুলে নিয়ে দল গুছিয়ে নেওয়ার রাস্তায় হাঁটতে শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। এবার এক বছরের চুক্তিতে দলে নিল মিডফিল্ডার বোরহা হেরেরা-কে। ৩০ বছরের এই স্প্যানিশ মিডফিল্ডার গত মরসুমে খেলেছেন হায়দরাবাদ এফসির হয়ে। এই বছর মে মাসের শেষে হায়দরাবাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে বোরহার। গত বছর হায়দরাবাদের হয়ে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করেছেন তিনি। দলের সেমিফাইনালে পৌঁছনোর পিছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
গত বছর আইপিএল-এ চার গোল করেছেন আর পাঁচটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। আইপিএল-এ হায়দরাবাদের ২২টি ম্যাচেই খেলেছেন তিনি। এছাড়া ডুরান্ড কাপের পাঁচটি ম্যাচ ও সুপার কাপের তিনটি ম্যাচেও খেলেছেন তিনি। সব মিলে পাঁচটি গোল ছাড়াও রয়েছে ন’টি অ্যাসিস্ট। বোরহার সব থেকে বড় গুন হল মাঝমাঠে খেলার পাশাপাশি যেমন আক্রমণে উঠতে পারেন তেমন নিচে নেমে রক্ষণও সামলাতে পারেন।
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বোরহা বলেন, ‘‘ভারতীয় ফুটবলের সঙ্গে আরও কিছুটা সময় থাকার সুযোগ পেয়ে আমি খুশি। হায়দরাবাদের হয়ে একটা খুব ফভাল মরসুম কাটানোর পর আমি কলকাতায় যেতে চেয়েছিলাম এবং লাল-হলুদ জার্সি পরতে চেয়েছিলাম। আমরা সবাই ইস্টবেঙ্গলের ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল তাই যখন সুযোগ এল তখন দ্বিতীয়বার ভাবিনি।’’
তিনি আরও বলেন, ‘‘আমি কলকাতা ডার্বিতে খেলার জন্য মুখিয়ে রয়েছি। যার সম্পর্কে আমি শুনেছি, যেটা এশিয়ার অন্যতম বড় ডার্বি। আমই কোচ কার্লেসও ইমামি গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার উপর আস্থা রেখেছে।’’ ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘‘বোরহার অন্তর্ভূক্তি দলের জন্য একটা দারুণ প্রাপ্তি। বাঁদিকে ওর খেলা আমাদের দলের অফেন্স ও ডিফেন্স দুই প্রান্তকেই সাহায্য করবে। ও ইতিমধ্যেই একটা মরসুম ভারতের মাটিতে খেলেছে। আইএসএল-এর ধারাটা জানে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার