অলস্পোর্ট ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ছয় দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। সোমবার আইএফএ অফিসে আইএফএ কর্তা ও ছয় ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে সুপার সিক্সের সূচি তৈরি হয়ে গেল। প্রথম দিনই নামছে মহামেডান এসসি। সুপার সিক্সে মহামেডান ও ইস্টবেঙ্গল জায়গা করে নিলেও এই মরসুমে উঠতে পারেনি মোহনবাগান। যার ফলে আরও একটা ডার্বির আশা আগেই শেষ হয়ে গিয়েছে। তবে আইএসএল-এর আগে মিনি ডার্বির মহড়া হতে পারে কলকাতা লিগের মঞ্চেই।
১১ সেপ্টেম্বর মহামেডান ও ভবানীপুরের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্ব। ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পরের দিনই নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস। খেলা হবে ইস্টবেঙ্গল মাঠেই। ১৩ সেপ্টেম্বর সুপার সিক্সে মুখোমুখি হবে সুরুচি সংঘ ও ডায়মন্ড হারবার। খেলা হবে নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে। সব খেলাই শুরু হবে দুপুর তিনটে থেকে।
রেলিগেশন পর্বের তিনটি ম্যাচই হবে ১১ সেপ্টেম্বর। টালিগঞ্জ অগ্রগামী বনাম উয়ারী ম্যাচটি হবে বিধাননগর এমএসসি গ্ৰাউন্ডে। কালীঘাট এমএস বনাম পুলিশ এসি ম্যাচটি হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। ইস্টার্ন রেল বনাম আর্মি রেড ম্যাচটি হবে উলুবেড়িয়া স্টেডিয়ামে। সব ম্যাচ শুরু হবে দুপুর তিনটে থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার