Sunday, November 16, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলকল্যানীতে ডার্বি করার অনুমতি না মেলায় অথৈ জলে আইএফএ

কল্যানীতে ডার্বি করার অনুমতি না মেলায় অথৈ জলে আইএফএ

মুনাল চট্টোপাধ্যায়:‌ মাঠ তৈরি নয়, এই ইস্যুতে বারাসত স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে ১৯ জুলাই মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে অনুষ্ঠেয় ডার্বি ম্যাচ করার ভাবনা থেকে সরে আসতে বাধ্য হয়েছিল আইএফএ। বিকল্প মাঠ হিসেবে কল্যানী স্টেডিয়ামকে বেছে নিয়ে ডার্বি আয়োজনের পথে হেঁটেছিল রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা। কিন্তু পুলিশ প্রশাসনের আপত্তিতে কল্যানীতে ডার্বি খেলা ঘিরে ঘোর অনিশ্চয়তা। বলা ভাল, কল্যানীতে ডার্বি এখন একপ্রকার হচ্ছেই না ধরে নিতে হবে।

কল্যানী স্টেডিয়ামের কর্ণধার, অতীতে বহু গুরুত্বপূর্ণ ম্যাচের দক্ষ সংগঠক ডঃ নীলিমেষ রায়চৌধুরি ও উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্যের সহযোগিতায় ডার্বি আয়োজনের ব্যবস্থা প্রায় পাকাই করে ফেলেছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। কল্যানীতে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের ডার্বি লড়াইয়ের আয়োজন ঘিরে একটা সাজ সাজ রব পড়ে গিয়েছিল। ডার্বি ম্যাচ কেন্দ্র করে নানা রকম চমকের পরিকল্পনাও নেওয়া হয়েছিল আইএফএ ও কল্যানী স্টেডিয়ামের সংগঠকদের পক্ষ থেকে। ফ্যান পার্ক, ফুড প্লাজা ছাড়াও দর্শকদের সুবিধা ও আনন্দ দেওয়ার কথা ভেবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছিল জোরকদমে। এমনকি যা আইএসএল বা আইলিগের বড় ম্যাচে যুবভারতী সহ অন্য স্টেডিয়ামে কখনও হয়নি, দর্শকদের মাঠে ঢোকার হয়রানি রুখতে ফিজিকাল টিকিটের পাশাপাশি যাদের কাছে অনলাইন টিকিট থাকবে, তাদের মাঠে প্রবেশ করতে যাতে অসুবিধা না হয়, তার জন্য স্টেডিয়ামের দর্শক ঢোকার গেটে অনলাইন স্ক্যানার মেশিন বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছিল।

কিন্তু এতসব আয়োজন থমকে তো গেছেই, ভেস্তে যেতে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন বুধবার হঠাৎই বেঁকে বসায়। তারা স্টেডিয়াম কর্তৃপক্ষ, সংগঠক আইএফএ কর্তাদের সাফ জানায়, ডার্বির মতো একটা হাইভোল্টেজ ম্যাচ কল্যানী স্টেডিয়ামে করার অনুমতি দিতে পারছে না, ১২ থেকে ১৩ হাজার দর্শকের নিরাপত্তার কথা ভেবে। অতিরিক্ত ভিড়ের কারণে ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হলে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তখন তা সামলানো কঠিন হবে কল্যানী স্টেডিয়ামের পরিকাঠামো ও বসতিপূর্ণ এলাকার কারণে।

এটা শোনার পরই চাপে পড়েছে আইএফএ। আগেই মোহনবাগান ক্লাব কর্তারা কল্যানীতে ডার্বি আয়োজন নিয়ে অখুশি ছিলেন টিকিটের ভাগ ও নিরাপত্তার কথা তুলে। তারওপর বুধবার কলকাতা লিগের ম্যাচে কালীঘাট এমএসের সঙ্গে কল্যানীর মাঠে ২-‌১ গোলে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দল জিতলেও, সবুজ মেরুন কোচ ও শিবিরের পক্ষ থেকে মাঠের হাল নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। তবুও মোহনবাগান কল্যানীতে ডার্বি খেলব না, একথা কখনও বলেনি। অতীতে একবার কলকাতা ফুটবল লিগের ডার্বি কল্যানীতে রাখা হলে, নিরাপত্তার কারণে মোহনবাগান মাঠে দল না নামানোয়, ওয়াকওভার পেয়ে জিতেছিল ইস্টবেঙ্গল। সঙ্গে লিগ খেতাবও। এবার সেখানে পুলিশ প্রশাসনই নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে ডার্বি কল্যানীতে আয়োজনের অনুমতি না দিতে চাওয়ায়, মোহনবাগানের প্রশ্ন তোলার যুক্তিগুলি জোরালো হতে বসেছে।

এনিয়ে আইএফএ সচিব অনির্বান দত্তকে যোগাযোগ করলে, তিনি বলেন, ‘‌ কল্যানীতে ডার্বি আয়োজনের ব্যাপারে অনেকদূর এগিয়ে গিয়েছিলাম। কিন্তু হঠাৎই পুলিশ প্রশাসন ম্যাচ করার অনুমতি দিতে না চাওয়ায় আমাদের সমস্যায় পড়তে হয়েছে। পুলিশের পক্ষ থেকে অন্য মাঠে ডার্বি সরানোর কথা বলা হয়েছে। কিন্তু‌ এত অল্পসময়, মানে ১৯ জুলাইয়ের মধ্যে অন্য কোনও মাঠে ডার্বি আয়োজন করা একপ্রকার কঠিন শুধু নয়, অসম্ভব। আমি ও আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি মিলে চেষ্টা করছি, আরও একবার পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে কোনও সমাধানের পথ যদি বের করা যায়, কল্যানীতেই ডার্বি করতে।’‌ বুধবার রাত পর্যন্ত এনিয়ে জট অব্যাহত।

পুলিশ প্রশাসনের এই হঠাৎ আপত্তিতে অনেকেই অন্যরকম গন্ধ পাচ্ছেন। মাঠের খেলার বাইরে, অন্য কোনও খেলার মাধ্যমে ডার্বি ভেস্তে দিয়ে আইএফএকে অপদস্ত করার এটা কোনও চক্রান্ত নয় তো?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments