অলস্পোর্ট ডেস্ক: জামশেদপুরের বিরুদ্ধে আটকে যাওয়াটা যে খুব ভালভাবে নেননি মোহনবাগান কোচ হোসে মোলিনা তা চেন্নাই ম্যাচের দল দেখলেই বোঝা যাচ্ছে। এক সঙ্গে দলে এত পরিবর্তন করবেন তা হয়তো দলের প্লেয়াররাও বুঝতে পারেননি। প্রথম দলে নিয়ে এলেন অভিষেক সূর্যবংশী, সুহেল ভাটের মতো পরিবর্ত ফুটবলারদের। এছাড়া গত দুই ম্যাচে প্রথম দলে খেলা জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্সকেও এদিন বেঞ্চে রেখে শুরু করলেন মোলিনা। বদলে নামালেন দিমিত্রি ও গ্রেগকে। গুয়াহাটিতে ডার্বি জয়ের পর, জামশেদপুরে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র রেখে ফিরতে হয়েছিল লিগ টেবলের শীর্ষে থাকা মোহনবাগানকে, যার ফলে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে ব্যবধান কমেছে। মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ৩৭ পয়েন্টে শীর্ষেই থেকে গেল মোহনবাগান। তাও চিন্তা বাড়ল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা দলের।
এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে যেটা চিন্তায় রেখেছিল সেটা হল সেখানকার তাপমাত্রা। বাকি দেশের তুলনায় সেখানের আবহাওয়া বেশ গরম। তবে কোচ বলে গিয়েছিলেন সেটা কোনও সমস্যা নয়। এই ম্যাচ দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। শুরু থেকেই চেন্নাইকে বার বার আক্রমণে উঠতে দেখা গেল। এদিন দলকে সমর্থন করতে রীতিমতো ট্র্যাডিশনাল পোশাকে মাঠে হাজির ছিলেন দলের অন্যতম মালিক অভিষেক বচ্চন। যা দলের জন্য বাড়তি মোটিভেশন তো বটেই। তার মধ্যেই ম্যাচের শুরুর মিনিটেই গোলের বল পেয়ে গিয়েছিল চেন্নাই। আক্রমণে উঠল মোহনবাগানও। প্রথম ১৫ মিনিটে গ্রেগের দুটো আর দীপক টাংরির পজিটিভ আক্রমণ আটকালো চেন্নাইয়ের বক্সে।
এদিনের ম্যাচে ফাউল আর চোটেরও কম আধিক্য ছিল না। যার জন্য বার বার থমকালো খেলা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে গোলের আরও বেশি খিদে দেখা যাবে কিন্তু উল্টে খেলার গতি আরও কিছুটা মন্থর হয়ে গেল। মাঝ মাঠেই অনেকটা সময় বল ঘোরাফেরা করল। আইএসএল-এ এতটা প্রাণহীন ফুটবল কমই হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েকটি আধা সুযোগ তৈরি করলেন দিমিত্রি। কিন্তু তাতে কাজের কাজ কিছু হল না। এক সঙ্গে দীপক টাংরি ও সুহেল ভাটকে তুলে মনবীর সিং ও লিস্টন কোলাসোকে নামিয়ে মাঝ মাঠের হাল ধরার চেষ্টা করলেন মোলিনা।
লিস্টনের অনেক সমস্যা। জামশেদপুরের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট থেকে শুরু করে পাস না দেওয়ার মতো ঘটনায় অনেকেই তাঁর বিরুদ্ধে বলছিলেন ঠিকই কিন্তু তাঁর মাঝমাঠে থাকা আর না থাকার উপর মোহনবাগান দলের অনেক কিছু যে নির্ভর করে তা আরও একবার বোঝা গেল। মাঝ মাঠ থেকে তেমনভাবে গোলের বলই তৈরি হল না। ৬৯ মিনিটে নেমে তেমন কিছু করতে পারলেন না তিনিও। দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন করলেন মোলিনা। একদম শেষে অভিষেকের জায়গায় নামালেন সাহাল ও গ্রেগের জায়গায় কামিন্সককে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তার মধ্যে ৮৯ মিনিটে যে সুযোগ পেল চেন্নাই সেটা এই ম্যাচের সেরা। এদিন প্রাক্তন দলের বিরুদ্ধে চেন্নাইয়ের জার্সি গায়ে অভিষেক হয়ে গেল প্রীতম কোটালের।
মোহনবাগান: বিশাল কাইথ, শুভাশিস বোস, অ্যালবার্তো রডরিগেজ, টম আলড্রেড, আশিস রাই, আপুইয়া, দীপক টাংরি (মনবীর সিং), অভিষেক সূর্যবংশী (সাহাল আব্দুল সামাদ), দিমিত্রি পেত্রাতোস (জেমি ম্যাকলারেন), গ্রেগ স্টুয়ার্ট (জেসন কামিন্স), সুহেল ভাট (লিস্টন কোলাসো)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার