অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এর শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। চিনের কাছে পাঁচ গোল খেয়ে মুখ থুবড়ে পড়তে হল সুনীল ছেত্রীর দলকে। এদিন, ম্যাচের প্রথমার্ধে রাহুল কে পি-র গোল কিছুটা আশা তৈরি করলেও, দ্বিতীয়ার্ধে তা পুরোপুরি ভেঙে যায়। দ্বিতীয়ার্ধে, শক্তিশালী চিন দল চার গোল করে ভারতকে মাত দিল। ফলে, চিনের কাছে ১-৫ গোলে হার স্বীকার করতে হল ভারতীয় দলকে।
অবশ্য জানাই ছিল এমনটা হবে, কোচ স্টিম্যাচ আগেই জানিয়েছিলেন তিনি চিনের ম্যাচ নিয়ে আশাবাদী ছিলেন না। এবং সেটা স্বাভাবিকও, কারণ শক্তিশালী চিন দলের বিরুদ্ধে ভারত তার আধা দল নিয়ে ম্যাচ শুরু হওয়ার মাত্র ২৪ ঘন্টা আগে হ্যাংঝৌতে পৌঁছেছিল। কোনরকম অনুশীলন ছাড়াই এদিন ভারতীয় দলকে খেলতে নামতে হয় এবং সেটাও আবার দু’জন গুরুত্বপূর্ণ ফুটবলার, চিংলেনসানা সিং ও লালচুংনুঙ্গাকে ছাড়াই। যেহেতু, তাঁরা এখনও তাদের ই-অ্যাক্রিডিটেশন পাননি টুর্নামেন্টে যোগদান করার। এমন অবস্থায় গোলকিপার গুরমীতের চিনকে পেনাল্টি ছুঁড়ে দেওয়ার ঘটনাটি মনে দাগ কেটে যায়।
প্রথমে না করলেও, পরে দুই অভিজ্ঞ ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী ও সন্দেশ জিঙ্ঘনকে খেলাতে নামান ভারতের কোচ ইগর স্টিমাচ। তার পরেও শুরু থেকে চিনের গতিশীল ফুটবলের সামনে পিছিয়ে পড়তে হয় ভারতকে। ম্যাচের প্রথম ১৪ মিনিটের মাথায় দূরপাল্লার একটি শট নেন সুনীল, কিন্তু বল একটুর জন্য বার থেকে বেরিয়ে যায়। তার তিন মিনিট পরেই প্রথম গোল করে চিন। ২৩ মিনিটের মাথায় গুরমীতের ফাউলে পেনাল্টি পায় চিন। প্রথমার্ধের শেষের দিকে সমতা ফেরায় ভারত। ডানদিক থেকে চিনের ডিফেন্ডারকে পরাস্ত করে গোলরক্ষকের পাশ দিয়ে দ্বিতীয় পোস্টে গোল করেন রাহুল। ১-১ গোলে শেষ হয় প্রথম পর্বের খেলা।
দ্বিতীয় পর্বে আর ভারতকে ক্রিজে টিকতে দেয়নি চিন। ৫১ মিনিটে এগিয়ে যায় তারা। যে গুরমীত পেনাল্টি বাঁচালেন, তাঁকেই পরাস্ত করে গোল করলেন চিনের দাই ওয়েইজুন। তারপর থেকে যত সময় গড়াল তত ভারতের হাত থেকে বার হয়ে যেতে থাকল ম্যাচ। গেমের শুরু থেকে শেষ ৯০ মিনিট পর্যন্ত একই গতিতে আক্রমণ করে গেল চিন। ৭২ ও ৭৫ মিনিটে জোড়া গোল করলেন তাও কিয়াংলং। চিন ৪-১ গোলে দ্বিতীয় পর্ব শেষ করে প্রথম ম্যাচেই বিজয়ী ঘোষিত হল।
কোচ স্টিম্যাচের কথা মতোন, এখন ভারতকে গ্রুপের বাকি দু’টি ম্যাচেই তাদের ফোকাস রাখতে হবে। ভারতের গ্রুপের যা পরিস্থিতি, তাতে পরের দু’টি ম্যাচ যা বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে হতে চলেছে। সেই ম্যাচগুলিতে প্রতিপক্ষ দলকে ভারত হারাতে পারলেই পরের রাউন্ডে যেতে পারবে। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার