নিজস্ব সংবাদদাতা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রেকর্ড যেন সমার্থক হয়ে উঠেছে। আজ পর্তুগালের হয়ে মাঠে নামলেই নতুন নজির গড়বেন তিনি। আজ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে পর্তুগাল খেলবে লিচেনস্টেইনের বিরুদ্ধে।সিআরসেভেন মাঠে নামলেই কোনও দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন তিনি।
রিপোর্ট অনুযায়ী, কুয়েতের বাদের আল মুতাওয়া ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আজ রোনাল্ডো খেলতে নামলেই ১৯৭টি ম্যাচ খেলে নতুন রেকর্ড করবেন। গত বিশ্বকাপেই এই রেকর্ড করতে পারতেন সিআরসেভেন। কিন্তু বিশ্বকাপের সব ম্যাচে মহাতারকা ফুটবলারকে খেলাননি পর্তুগাল কোচ।