অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার আইসল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের হয়ে ২০০তম ম্যাচ খেলে আর একটি রেকর্ড গড়লেন বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ২০২৪ ইউরো কাপের যে ম্যাচে খেলে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল পর্তুগাল, সেই ম্যাচেই ইতিহাস গড়লেন রোনাল্ডো। আইসল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে ম্যাচটি জিতে নেয় পর্তুগাল। ৩৮ বছর বয়সি স্ট্রাইকার রোনাল্ডোর ৮৯ মিনিটের গোলেই ম্যাচ জেতে তাঁর দল। যদিও প্রথমে রেফারি গোল দেননি, কিন্ত পরে ডিআরএস-এর মাধ্যমে গোলটি দেওয়া হয়। আরও একবার ইউরো কাপের মুল পর্বে খেলার সুযোগ করে নেয় পর্তুগাল।
ম্যাচের পর রোনাল্ডো বলেন, ‘‘আমার জন্য এটা অবিশ্বাস্য, আমি ২০০তম ম্যাচ খেলতে পারবো সেটা আগে ভাবিনি। অবিশ্বাস্য সাফল্য, সেই সঙ্গে জয়ের গোল করতে পেরে আমি আরও খুশি। এই জয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’’
আর্ন্তজাতিক ফুটবলে সব থেকে বেশি গোল করার রেকর্ডটিও তাঁর। ২০০৩ সালের ১৮ অগস্ট পর্তুগালের হয়ে প্রথম ম্যাচটি খেলেন রোনাল্ডো, প্রায় ২০ বছর ধরে দেশের হয়ে খেলছেন তিনি।
ক্রিশ্চিয়ানো আরও বলেন, ‘‘হয়তো আমরা খুব ভাল খেলিনি, তবে ফুটবলের মতো খেলায় এরকম হয়েই থাকে। তবুও আমরা গোল করেছি এবং এটা আমাদের প্রাপ্য।’’
আইসল্যান্ডের রাজধানী রেকেভিকের লোয়ারডালসভেলরতে ম্যাচ শুরুর আগেই গিনেস বিশ্ব রেকর্ডের স্মারক তুলে দেওয়া হয় রোনাল্ডোর হাতে। জানিয়ে দেওয়া হয় তিনিই বিশ্বের প্রথম ফুটবলার যিনি ২০০তম আর্ন্তজাতিক ম্যাচ খেলবেন। দেশের জার্সিতে ২০০টি ম্যাচে ১২৩টি গোল করে শীর্ষে রয়েছেন রোনাল্ডো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার