Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeআইএসএলমনোসংযোগ ও অভিজ্ঞতার অভাবই হারের কারণ, বলছেন মহমেডান কোচ

মনোসংযোগ ও অভিজ্ঞতার অভাবই হারের কারণ, বলছেন মহমেডান কোচ

অলস্পোর্ট ডেস্ক: এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার, তাদের কাছে নতুন নয়। তবে মহমেডান এসসি-র রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ মনে করেন, তাঁর দলের ফুটবলারদের মনঃসংযোগ ও অভিজ্ঞতার অভাবই বুধবারের ম্যাচে জিততে দিল না তাদের।

বুধবার ঘরের মাঠে সারা ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তারা আট মিনিটের মাথায় গোল দিয়ে দাপট বজায় রাখলেও ম্যাচের বয়স ৫২ মিনিট হওয়ার পর সুনীল ছেত্রী মাঠে নামায় ছবিটা ক্রমশ পাল্টে যায়। তিনিই প্রথম সমতা আনেন এবং ম্যাচের শেষ মিনিটে তাঁরই হেড গোলে ঢুকে পড়ে এবং বেঙ্গালুরু এফসি-কে ২-১ জয় এনে দেয়। এই জয়ের ফলে বেঙ্গালুরু এফসি লিগ টেবলে মোহনবাগানকে টপকে ফের শীর্ষে উঠে পড়ল।

ম্যাচের পরে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাশিয়ান কোচ চেরনিশভ বলেন, “মাঝে মাঝে এমন হয়। তবে প্রত্যেক ম্যাচে হয় না। আসলে মনসংযোগ গুরুত্বপূর্ণ ব্যাপার। ওরা দ্বিতীয়ার্ধে ভাল ভাল খেলোয়াড় এনে আমাদের পাল্টা চাপে ফেলে দেয়। আমাদের ডিফেন্ডাররাও শেষ দিকে ক্লান্ত হয়ে পড়ে। ওই পরিস্থিতিতে মনসংযোগের পাশাপাশি অভিজ্ঞতাও প্রয়োজন ছিল। ম্যাচটা ড্র রাখতে গেলে শেষ দিকে আমাদের খেলার স্টাইলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন ছিল। যা আমাদের ছেলেরা পারেনি”।

দলে যে আরও অভিজ্ঞ খেলোয়াড় আনা প্রয়োজন, তা মেনে নিয়ে এ দিন চেরনিশভ বলেন, “এখন যেহেতু আমাদের অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গিয়েছে, তাই আমরা বুঝতে পারছি, কে দলের পক্ষে ভাল আর কে এই স্তরের ফুটবলের পক্ষে উপযুক্ত নয়। প্রত্যেক দলকেই ক্রমশ শক্তিশালী করে তুলতে হয়। যেমন চ্যাম্পিয়ন্স লিগের পর সব ক্লাবই তাদের দলে আরও ভাল ভাল ফুটবলার এনে দলকে আরও শক্তিশালী করে তুলবে। ফুটবলে এটাই স্বাভাবিক। আমাদেরও কয়েকজন খেলোয়াড় বদলাতে হবে। কারণ, আমরা বুঝতে পারছি, আমাদের কোথায় সমস্যা হচ্ছে। কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অবশ্যই আনা দরকার”।

বেঙ্গালুরু এফসি-র কোচ গেরার্দ জারাগোজাও মহমেডানের লড়াইয়ের প্রশংসা করেন। তবে নিজের দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় তিনি মুগ্ধ। বলেন, “শুধু সুনীলকে কৃতিত্ব দেব না, ভিনিথ, ফানাই-এরাও মাঠে নেমে খেলা বদলে দেয়। আমাদের লড়াকু মনোভাবের জন্যই আমরা জিতেছি আজ। প্রথম দশ মিনিট আমরা ভাল খেললেও তার পর থেকে প্রতিপক্ষই ক্রমশ চাপে ফেলে আমাদের। তবে আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের লড়াইয়ের মানসিকতা কতটা। আমাদের ছেলেরা কখনওই চাপে পড়ে যায়নি। সে জন্যই ঘুরে দাঁড়াতে পেরেছে। খেলাটা আমাদের কাছে চাপের নয়, বরং আনন্দের। মহমেডানের খেলায় যথেষ্ট তীব্রতা ছিল আজ। ওদের মানসিকতাও যথেষ্ট ইতিবাচক। আশা করি, পরের ম্যাচেও ওরা এই খেলা বজায় রাখতে পারবে”।

(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments