Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলকোচ নির্বাচন ঘিরে ভারতীয় ফুটবলে বিতর্ক তুঙ্গে, প্রশ্নের মুখে ফেডারেশন সভাপতি

কোচ নির্বাচন ঘিরে ভারতীয় ফুটবলে বিতর্ক তুঙ্গে, প্রশ্নের মুখে ফেডারেশন সভাপতি

অলস্পোর্ট ডেস্ক: বেশিদিন হয়নি তিনি ভারতীয় ফুটবলের সভাপতি পদে বসিয়েছেন। কিন্তু প্রথম থেকেই তিনি বিতর্কের কেন্দ্রে। তিনি কল্যাণ চৌবে। প্রাক্তন ভারতীয় ফুটবলার। রাজনীতি থেকে খেলার প্রশাসনে তো পৌঁছে গিয়েছেন তবে তাঁর সঙ্গে সঙ্গেই চলছে সমালোচনা। এবার ফেডারেশনের নতুন সিদ্ধান্তে আবার বিতর্কে ফেডারেশন সভাপতি। শনিবারই ভারতীয় ফুটবল দলের হেড কোচের নাম ঘোষণা হয়েছে। এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজকে গুরপ্রীতদের কোচ বেছে নেওয়া হয়েছে। এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক।

বিতর্ক ১

কিসের ভিত্তিতে মানোলো মার্কেজ ভারতীয় দলের কোচ হলেন? তিনি এখনও এফসি গোয়ার কোচ। আগামী মরসুম মানে ২০২৪-২৫-এও তিনি গোয়ার কোচ থাকবেন। আবার ভারতীয় দলেরও কোচ থাকবেন। এমনটা অতীতে কি কখনও হয়েছে ভারতীয় ফুটবলে? একই সঙ্গে ক্লাব ও জাতীয় দলের কোচ হিসেবে একজনই কোচ কাজ করেছেন, এর নজির কমই আছে। ফেডারেশনের তরফে জানানো হচ্ছে ২০২৪-২৫ মরসুমের শেষে মানোলো পুরোপুরিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন। তাহলে প্রশ্ন, তাঁকে কেন কোচ করা হল, আর কেউ ছিলেন না? এই তো শোনা যাচ্ছিল ২০ জনের তালিকা তৈরি হয়েছে। বাকি ১৯ জন তাহলে কাঁরা?

বিতর্ক ২

কাঁরা বেছে নিলেন ভারতীয় ফুটবল দলের কোচ কে? ফেডারেশনের নিয়ম অনুযায়ী ভারতীয় দলের কোচ বাছার নিয়মটাই বা কী? সর্বত্র টেকনিক্যাল কমিটির কাছে ইন্টারভিউ দিয়েই কোচ নির্বাচন করা হয়। ভারতীয় ক্রিকেটেও তেমনটাই হয়। অতীতে ভারতীয় ফুটবলেও তেমনি হতে দেখা গিয়েছে। তাহলে কি কল্যাণ চৌবে জমানায় নিয়মের পরিবর্তন করা হয়েছে। তবে এই কোচ নির্বাচন ঘিরে যা যা উঠে আসছে তার দেখে মনে হচ্ছে না নিয়মের কোনও পরিবর্তন হয়েছে। তাহলে কী একনায়কতন্ত্র চলছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে?

বিতর্ক ৩

শোনা যাচ্ছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটিকে অন্ধকারে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানোলোর নির্বাচনের সময় নাকি ছিলেনই না টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন। ক্ষোভে কমিটি থেকে পদত্যাগ করলেন প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া।

এই সব একগুচ্ছ বিতর্কের মধ্যেই ইগর স্টিমাচ পরবর্তী সময়ে ভারতীয় ফুটবল দলের কোচ বেছে নেওয়া হল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments